ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বছরের দ্বিতীয় ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এবং মহামেডান এসসি (Mohammedan SC)। যদিও ডার্বির আয়োজক সাদা-কালো ব্রিগেড। এদিনের ম্যাচ জিতে লিগ টেবিলের লাস্ট বয়ের তকমা মুছতে মরিয়া কলকাতা ময়দানের তৃতীয় প্রধান। অন্যদিকে মিনি ডার্বির রং সবুজ-মেরুন করে লিগ শিল্ড জয়ের শেষ ধাপে যেতে তৈরি হোসে মোলিনার ছাত্ররা।
Tonight’s line up 🫡💯#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/gh1ZnQiLF7
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 1, 2025