বাজেটের ঘোষণা শোনার পর মিমের বন্যায় ভাসলো নেটদুনিয়া

শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটের মধ্যে অন্যতম আকর্ষণীয় ঘোষণা ছিল নতুন আয়কর(Income-Tax) ব্যবস্থা, যার অধীনে বার্ষিক আয় ১২…

no-income-tax-upto-12-lakh-announcement-internet-erupts-memes

শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটের মধ্যে অন্যতম আকর্ষণীয় ঘোষণা ছিল নতুন আয়কর(Income-Tax) ব্যবস্থা, যার অধীনে বার্ষিক আয় ১২ লাখ টাকা পর্যন্ত আয়কর(Income-Tax) থেকে মুক্ত থাকবে। এই ঘোষণা বেতনভুক্ত করদাতাদের জন্য ১২.৭৫ লাখ টাকায় নির্ধারিত হয়েছে । নেটিজেনরা এই ঘোষণায় মিমের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি মিমে সীতারামনকে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের পোশাকে এবং হাতে ব্যাট নিয়ে। অন্য একটি মিমে দেখা যাচ্ছে “কাভি খুশি কাভি গম” ছবি থেকে জয়া বচ্চনের থালা হাতে শাহরুখকে বরণ করার সেই আইকনিক মুহূর্তের ছবিটি যেখানে জয়া বচ্চনের মুখের জায়গায় বসানো হয়েছে নির্মলা সীতারমনের মুখ।

   

বেশ কয়েকটি মিমে দেখা যাচ্ছে এই ঘোষণা শোনার পর কর্ম মজুরীদের খুশির ঝলক। কেউ আবার সেখানে লিখেছেন, “নতুন ট্যাক্স রেজিম শোনার পর মধ্যবিত্তদের পার্টি শুরু”। আরেকটি মিমে দেখা যাচ্ছে “চক দে ইন্ডিয়া”-য় ভারত জেতার পর শাহরুখ যে এক্সপ্রেশন দিয়েছেন সেই ভিডিওটা।

তবে নির্মলা সীতারামন(Nirmala Sitaraman) আটটি অবিচ্ছিন্ন বাজেট উপস্থাপন করার মাধ্যমে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের রেকর্ড তৈরি করেছেন। মোদি ৩.০ সরকারের অধীনে তার দ্বিতীয় বাজেট উপস্থাপন করে ইতিহাস সৃষ্টি করেছেন।