নয়াদিল্লি: তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মবা সীতারমন৷ শিক্ষাক্ষেত্রে কল্পতরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ একাধিক সুযোগ-সুবিধার কথা ঘোষণা করলেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এবার দেশের সমস্ত সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। শুধু তাই নয়, থাকবে ব্রডব্যান্ড পরিষেবা৷ যাতে ছাত্রছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতে পারে৷ দ্রুত গতির ইন্টারনেট থাকবে পাড়ানোর সুবিধা হবে শিক্ষক-শিক্ষিকাদেরও। (internet service will be provided in secondary schools)
প্রযুক্তিবিদ্যার উপর জোর
এর পাশাপাশি প্রযুক্তিবিদ্যার উপর জোর দেওয়া হয়েছে৷ একাধিক আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) আসনসংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে৷ আইআইটিতেও বাড়ানো হবে আসন৷ নির্মলা জানান, গত ১০ বছরে দেশের ২৩টি আইআইটিতে ১০০ শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে। ২০১৪ সালের পর থেকে দেশে পাঁচটি নতুন আইআইটি গড়ে তোলা হয়েছে৷ যার ফলে আগামী দিনে আরও সাড়ে ছয় হাজার ছাত্রছাত্রীর পড়ার সুযোগ করে হবে। আইআইটিগুলির পরিকাঠামোগত উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হবে। এর জন্য আলাদা করে অর্থ বরাদ্দ থাকবে বলেও জানিয়েছেন তিনি৷
আঞ্চলিক ভাষার উপর জোর
শিক্ষাক্ষেত্রে আঞ্চলিক ভাষার উপর জোর দেওয়া হয়েছে৷ ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাজেট পেশ করার সময় তিনি বলেন, ‘‘মাতৃ ভাষায় বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা এবং বোঝার সুবিধার জন্য আমরা স্কুল-কলেজে ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ চালু করছি। এ ছাড়াও, সমস্ত সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।’’
বিহারের প্রতি দরাজহস্ত
২০২৫ সালে বিহার বিধানসভার কথা মাথায় রেখে দরাজ হস্ত অর্থমন্ত্রী। বাজেটে আলাদা করে পটনা আইআইটির কথা উল্লেখ করা হয়েছে৷ আগামী দিনে এই আইআইটি-র সম্প্রসারণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে৷