দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি বাতিলের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
দক্ষিণ-পূর্ব মধ্য রেল বিভাগে চলমান উন্নয়নমূলক কাজের কারণে কিছু ট্রেনের চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, ৬৮৮৬২ ঝারসুগুদা-গোন্ডিয়া মেমু ট্রেনের যাত্রা শুরু হওয়ার পর, যাত্রাপথের একটি অংশে বিলে স্পর্শ করার জন্য ট্রেনটি বিলাসপুরে যাত্রা শেষ করবে। একই তারিখে, ৬৮৮৬১ গোন্ডিয়া-ঝারসুগুদা মেমুও বিলাসপুর থেকে যাত্রা আরম্ভ করবে। এসব পরিবর্তনের ফলে যাত্রীদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ট্রেন বাতিলের ঘোষণা ভারতীয় রেলের (Indian Railway)
রাঁচি ডিভিশনে উন্নয়নমূলক কাজের কারণে কিছু ট্রেনের চলাচল স্থগিত রাখা হয়েছে। ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৫৮৬৫৯ / ৫৮৬৬০ হাতিয়া-রৌরকেলা-হাতিয়া প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। তদুপরি, ১৮১৭৫ / ১৮১৭৬ হাতিয়া-ঝারসুগুদা-হাতিয়া প্যাসেঞ্জার একই তারিখে চালানো হবে না বলে ঘোষণা করা হয়েছে। যাত্রীদের অস্বস্তির জন্য রেলওয়ে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতার অনুরোধ জানিয়েছে।
উপরোক্ত সকল পরিবর্তন এবং বাতিলের ফলে যাত্রীদের আগাম প্রস্তুতি গ্রহণ করে ভ্রমণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হচ্ছে। রেল কর্তৃপক্ষ (Indian Railway) যথাসম্ভব দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন করার মাধ্যমে যাত্রীদের সুবিধাজনক পরিবহন সেবা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে।