শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan S G)। যেখানে তাঁরা লড়াই করবে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের মজবুত করার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের দৌড়ে ও অনেকটা এগিয়ে যাবে মেরিনার্সরা। সেটাই এখন অন্যতম লক্ষ্য সকলের। তবে এই ম্যাচ নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। বলাবাহুল্য, গত কয়েকদিন ধরে অনুশীলনে উপস্থিত থাকলেও দলের সঙ্গে সেভাবে অনুশীলন করেননি বাগানের এই স্প্যানিশ ডিফেন্ডার।
মূলত সাইড লাইনেই নিজেকে প্রস্তুত করছিলেন আলবার্তো রদ্রিগেজ। ম্যাচের আগেরদিন যুবভারতীর অনুশীলন গ্ৰাউন্ডে ও দেখা গেল সেই একই ছবি। আজ ও মূলত সাইড লাইনেই নিজেকে প্রস্তুত করছিলেন সবুজ-মেরুনের এই দাপুটে ডিফেন্ডার। পূর্বে বিভিন্ন মাধ্যমের তরফে তাঁর এই ডার্বি ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন করা হলে আলবার্তোর অবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাগান কোচ জোসে মোলিনা। এদিন ও দলের সঙ্গে অনুশীলন করেননি এই হাইপ্রোফাইল ফুটবলার।যারফলে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ও হয়তো তাঁকে খেলাতে পারবেন না বাগানের এই আইএসএলের জয়ী কোচ।
সেক্ষেত্রে আগের দিনের মতো এবার ও প্রথম থেকেই দীপেন্দু বিশ্বাসকে খেলাতে পারেন মোলিনা। কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার না থাকায় কিছুটা হলেও যেন চাপ থাকবে গোটা দলের। তবে গত ম্যাচের মত জয়ের ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য বাগান ফুটবলারদের। আগের ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে একটি মাত্র গোলের ব্যবধানে পরাজিত করেছিল মোহনবাগান। অনবদ্য গোল করেছিলেন লিস্টন কোলাসো। আসন্ন ডার্বি ম্যাচে ও তাঁর থেকে নজর থাকবে সকলের। অপরদিকে, মুম্বাই ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে চাইবে মহামেডান স্পোটিং ক্লাব।
কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন অ্যালেক্সিস গোমেজরা। তবুও নিজেদের সেরাটা দিতে চাইবে সকল ফুটবলাররা। যারফলে এবার আরেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে পারে ফুটবলপ্রেমীরা।