নদী থেকে উদ্ধার ব্ল্যাকবক্স! শেষ মুহূর্তে কী ঘটেছিল? কী কথোপকথন হয়েছিল? জানা যাবে সবকিছু

ওয়াশিংটন: আমেরিকার বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকেই পটোম্যাক নদীতে উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল ঠাণ্ডা,…

black boxes of crashed plane recovered

ওয়াশিংটন: আমেরিকার বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকেই পটোম্যাক নদীতে উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল ঠাণ্ডা, হিমশীতল জল৷ এই প্রতিকূল পরিবেশে আর সাঁতার কাটা সম্ভব হচ্ছে না। আবহাওয়ার কিছুটা উন্নতি হলে নতুন করে উদ্ধারকাজ শুরু করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে নদী থেকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত যাত্রিবাহী বিমানটির ব্ল্যাকবক্স। (black boxes of crashed plane recovered)

বিমানের উড়ান সম্পর্কিত যাবতীয় তথ্য রেকর্ড এবং ককপিটের কথোপকথন রেকর্ড থাকে এই ব্ল্যাকবক্সেই। প্রতিটি বিমানেই ব্ল্যাকবক্স থাকে। গতকাল ওয়াশিংটনের আকাশে সেনা চপারের সঙ্গে সংঘর্ষে ভেঙে পড়ে আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানটি৷ শুরু হয় উদ্ধার অভিযান৷ সেই সময়ই পটোম্যাক নদী থেকে উদ্ধার হয় ব্ল্যাকবক্সটি৷ বিমানটি ভেঙে পড়ার আগে কী কী ঘটেছিল, কী কথোপকথন হয়েছিল, তা জানতে ব্ল্যাকবক্সটি নিয়ে যাওয়া হবে নিকটবর্তী এনটিএসবি গবেষণাগারে। পরীক্ষার পর এক মাসের মধ্যেই প্রাথমিক রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তখনই হয়তো উঠে আসবে দুর্ঘটনার কারণ৷ 

   

যাত্রী ও কর্মী মিলিয়ে মোট ৬৪ জন যাত্রী ছিলেন আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানে৷ চপারে ছিলেন পাইলট-সহ তিন মোট জন। ৬৭ জনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পটোম্যাক নদীর জল কনকনে ঠান্ডা। তার মধ্যেই চলছিল উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৪০ জনের দেহ উদ্ধার করা হয়েছে৷ 

রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল আমেরিকান এয়ারলাইন্সের অভিশপ্ত বিমানটির৷ অভিযোগ, ঘটনার সময়ে পর্যাপ্ত কর্মচারী উপস্থিত ছিলেন না। বিবিসি সূত্রে খবর, সাধারণত বিমান এবং হেলিকপ্টারের ‘ট্র্যাফিক’ নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে দু’জন করে কর্মী দায়িত্ব পালন করে থাকে। কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মাত্র এক জন কর্মী ছিলেন। কেন বিমানবন্দরে কম কর্মী রাখা হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।