৪০-এও এখনও গোল ক্ষুধার্ত

৪০ ছুঁইছুঁই বয়সেও কমেনি গোলের ক্ষিদে। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ৯০০-র বেশি গোল করেছেন তিনি। বর্তমান কেরিয়ারে সব মিলিয়ে ৯২০টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano…

Cristiano Ronaldo

৪০ ছুঁইছুঁই বয়সেও কমেনি গোলের ক্ষিদে। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে ৯০০-র বেশি গোল করেছেন তিনি। বর্তমান কেরিয়ারে সব মিলিয়ে ৯২০টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু তার পরেও মন ভালো নেই রোনাল্ডোর। মাঠেই মেজাজ হারিয়েছে তিনি। রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি সিআর সেভেন। কারণ গোল খিদে৷

Advertisements

আল ফতেহর বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে আল নাসের। সাদিয়ো মানের পাস থেকে দলের তৃতীয় গোল করেছেন রোনাল্ডো। কিন্তু ম্যাচে তাঁর আরও দু’টি গোল বাতিল হয়েছে। দু’টিই অফসাইডের জন্য। তবে দু’টি গোলের ক্ষেত্রেই রেফারির সিদ্ধান্ত নিয়ে সংশয় রয়েছে।

   

রোনাল্ডোর মনে হয়েছে, তিনি অফসাইড ছিলেন না। কিন্তু রেফারি তাঁর কথা শোনেননি। সেই কারণে মেজাজ হারিয়েছেন রোনাল্ডো। খেলা শেষে দেখা যায়, সাইডলাইনে দাঁড়িয়ে নিজের হতাশা প্রকাশ করছেন রোনাল্ডো। তাঁর কথা ক্যামেরায় ধরা পড়েছে। তিনি বলেন, ‘সব সময় আমার বিরুদ্ধেই এটা হয়। সব সময় আমার গোলই বাতিল হয়।’ আল নাসেরের সমর্থকরাও রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি। তাঁরাও প্রতিবাদ করেন।

Advertisements

চলতি মরসুমে ভালো ছন্দে রয়েছেন রোনাল্ডো। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি গোল করেছেন তিনি। তার মধ্যে সৌদি প্রো-লিগে ১৪টি। ২০২৫ সালে চারটি গোল করা হয়ে গিয়েছে তাঁর। শেষ আটটি ম্যাচে ১০ গোল করেছেন রোনাল্ডো। তিনি নিজেই জানিয়েছেন, ১০০০ গোল করা তাঁর স্বপ্ন। সেই লক্ষেই এগোচ্ছেন তিনি। সেই কারণেই হয়তো দু’টি গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ রোনাল্ডো। মেজাজ হারিয়েছেন তিনি।