প্রয়াগরাজ: মহাকুম্ভে ঘটে গিয়েছে অঘটন৷ বুধবার পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১০ জনের৷ আহত বহু৷ এর পর থেকেই অতি তৎপর প্রশাসন৷ ত্রিবেণী সঙ্গম থেকে পুণ্যার্থীদের ভিড় সরানোর কাজ শুরু করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। পূণ্যার্থীদের সঙ্গম ঘাটের দিকে যেতে নিষেধ করা হয়েছে। ভিড় সরাতে মেলা প্রাঙ্গনে ঘোড়সওয়ার পুলিশ নামানো হয়েছে বলে জানালেন ডিরেক্টর জেনারেল (মহাকুম্ভ) বৈভব কৃষ্ণ। (horse mounted police to clear triveni sangam)
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নজর horse mounted police to clear triveni sangam
মহাকুম্ভে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে আর না হয়, সেই দিকে কড়া নজর রয়েছে পুলিশ-প্রশাসনের। এই ঘটনার কারণ এখনও স্পষ্ট না হলেও, প্রশাসনের একটি বড় অংশের দাবি, পুণ্যার্থীরা এক সঙ্গে সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় ব্যারিকেড ভেঙে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছ৷ যদিও সরকারের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আপাতত সঙ্গম পুণ্যার্থীমুক্ত করার নির্দেশ দিয়েছেন ডিজি বৈভব।
১০ কোটি পুণ্যার্থীর ভিড় horse mounted police to clear triveni sangam
ডিজির বলেন, ‘‘মৌনী অমাবস্যায় ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের কাছে সবচেয়ে অগ্রগণ্য। বুধবার ১০ কোটি পুণ্যার্থীর ভিড় হবে৷ সো মাথায় রেখেই পদক্ষেপ করা হয়েছে৷ ’’ দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ মহাকুম্ভে অনেক আখড়াই এখন সঙ্গমে স্নান করবেন না বলে জানিয়েছেন৷ সাধারণ পুণ্যার্থীরা যাতে সঙ্গমের দিকে এগিয়ে না যান, তার জন্য বার বার মাইকে ঘোষণা করা হচ্ছে।
Bharat: Mahakumbh 2025: Tragedy strikes with 10 dead in a stampede. Yogi Adityanath’s government moves quickly to manage the crowd at Triveni Sangam. Police and horse patrols deployed. Stay updated on the latest safety measures and developments.”