‘ত্রিবেণী সঙ্গমে যাবেন না’, মাইকে প্রচার! হেলিকপ্টারে চলছে নজরদারি, মেলায় নামল এনএসজি, আধাসেনা

প্রয়াগরাজ: মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার রাত থেকেই মহাকুম্ভে উপচে পড়েছে পূণ্যার্থীদের ভিড়৷ শাহী স্নান সারতে হূলস্থূল পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে৷ বারবার প্রশাসনের তরফে সতর্ক করে…

Yogi Sarkar took several steps in Mahakumbh

প্রয়াগরাজ: মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার রাত থেকেই মহাকুম্ভে উপচে পড়েছে পূণ্যার্থীদের ভিড়৷ শাহী স্নান সারতে হূলস্থূল পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে৷ বারবার প্রশাসনের তরফে সতর্ক করে বলা হচ্ছে, ভক্তরা যাতে ত্রিবেণী সঙ্গমের দিকে না এগিয়ে কাছাকাছি ঘাটেই স্নান করেন। ক্রমাগত মাইকিং চলছে৷ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আকাশপথে চলছে নজরদারি৷ অনবরত টহল দিচ্ছে হেলিকপ্টার। নজর রাখা হচ্ছে মেলা ও ঘাটগুলির দিকে৷ মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর থেকেই আরও কড়া বন্দোবস্ত করেছে প্রশাসন৷ একাধিক পদক্ষেপ করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে৷ (Yogi Sarkar took several steps in Mahakumbh)

অমৃত স্নানের মাঝেই বিপত্তি Yogi Sarkar took several steps in Mahakumbh

বুধবার অমৃত স্নান চলার মাঝেই ঘটে বিপত্তি। ভিড়ের চাপে ১১ থেকে ১৭ নম্বর গেটের ব্যারিকেড ভেঙে পড়ে। ধাক্কাধাক্কির জেরে একে অপরের গায়ে পড়ে যান ভক্তরা। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খহর মিলেছে৷ যদিও সরকারি ভাবে মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি। বহু মানুষ আহত৷ তাঁদের কুম্ভের অস্থায়ী হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে৷ 

   

পরিস্থিতি সামলাতে তৎপর যোগী প্রশাসন Yogi Sarkar took several steps in Mahakumbh 

এদিকে, কুম্ভের পরিস্থিতি সামলাতে তৎপর যোগী প্রশাসন। যৌথ ভাবে উদ্ধারকাজ শুরু করেছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ স্থানীয় পুলিশের পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র‌্যাফ। কুম্ভ মেলাপ্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে এনএসজি, আধাসেনা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভক্তদের গুজবে কান না দিয়ে প্রশাসনের নির্দেশ মানে চলার অনুরোধ করেছেন৷ নতুন করে কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে দিকে কড়া নজর রেখেছে প্রশাসন।

Bharat: Mahakumbh 2025 stampede: 10 dead, hundreds injured during Mouni Amavasya. Yogi Adityanath takes strict measures for crowd control. Helicopter surveillance and continuous monitoring in place. Stay updated on safety protocols and latest developments.