‘আমাকে ক্ষমা করে দাও…,’ ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে কেঁদে ফেললেন সেলিনা গোমেজ, পেলেন হুমকি!

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অভিবাসন দমন নীতি সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরে ট্রাম্প বেশ কিছু সিদ্ধান্ত…

Selena Gomez expresses her distress over US President Donald Trump's immigration crackdown in a viral video, apologizing for the impact on immigrant communities. Her emotional reaction has sparked widespread discussion and controversy.

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অভিবাসন দমন নীতি সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরে ট্রাম্প বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত গুলো শুধু আমেরিকাই নয়, বরং গোটা বিশ্বকেই প্রভাবিত করেছে। তার মধ্যে অন্যতম হলো অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন (Immigration Crackdown) । জনসংখ্যা সীমিত করতে ট্রাম্প অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের (Donald Trump) এই সিদ্ধান্ত নিয়ে নিজের দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় হলিউড গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ (Selena Gomez) । মেক্সিকান বংশোদ্ভূত সেলেনা ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে সোশ্যাল মিডিয়াতে আবেগঘন ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তাকে কাঁদতে দেখা যায়। তিনি মেক্সিকান পতাকা দিয়ে ক্যাপশন লেখেন, “আমাকে ক্ষমা করুন।”

   

ভিডিওতে সেলেনা গোমেজ (Selena Gomez)বলেন, “আমার সমস্ত লোক আক্রমণের শিকার হচ্ছে, বিশেষ করে বাচ্চারা। আমি বুঝতে পারছি না। আমি খুব দুঃখিত। আমি তাদের জন্য কিছু করতে চাই, কিন্তু আমি জানি না কীভাবে করব। আমি আমার সেরা চেষ্টা করব, আমি কথা দিচ্ছি।”

সেলেনা গোমেজের ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা যেমন তাকে সমর্থন জানান, তেমনই নেটিজেনদের একটি অংশ তাকে ট্রোল করতে শুরু করে। ট্রোলিং ও হুমকির মুখে পড়ার কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি ভিডিওটি সরিয়ে ফেলেন।

ট্রোলিং ও হুমকির বিরুদ্ধে সেলেনার জবাব
ভিডিওটি সরিয়ে নেওয়ার পরও সেলেনা গোমেজ (Selena Gomez)হুমকির সম্মুখীন হন। তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “ওহ মিস্টার পার্কার, মিস্টার পার্কার, হাসি এবং হুমকির জন্য আপনাকে ধন্যবাদ।”

উল্লেখ্য, সেলেনা গোমেজ (Selena Gomez)তার অভিনীত সিনেমা “এমিলিয়া পেরেজ” নিয়েও বর্তমানে শিরোনামে আছেন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ২০২৫ সালের অস্কার অনুষ্ঠানে মোট ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ছবির প্রধান অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকোন সেরা অভিনেত্রীর বিভাগে মনোনীত হয়েছেন। ছবিতে সেলেনা গোমেজ অভিনয় করেছেন জেসি ডেল মন্টের চরিত্রে। 

“দেশ নারীদের জন্য বাসযোগ্য নয়” পরীমণির সমর্থনে তসলিমা নাসরিনের কড়া বার্তা