গত মরসুমের মতো এবারও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ভালো না হলেও সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফেরে ময়দানের এই প্রধান। একের পর ম্যাচে অনায়াসেই জয় ছিনিয়ে নিতে শুরু করে শুভাশিস বসুরা। যারফলে এবার ও ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে অনেকেই মনে করছেন যে এবার ও হয়তো ময়দানের এই প্রধানের হাতেই উঠবে টুর্নামেন্টের লিগ শিল্ড। এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ম্যাচ।
Also Read | লিস্টনের গোলে জয়ের সরণিতে ফিরল সবুজ-মেরুন
যেখানে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল শুভাশিস বসুরা। সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে বাগান শিবির। এদিন দুরন্ত শট থেকে গোল করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন ভারতীয় তারকা লিস্টন কোলাসো। যারফলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে প্রায় সাত পয়েন্টের পার্থক্যে এগিয়ে থাকল পালতোলা নৌকা ব্রিগেড। তবে শুধুমাত্র বদলা নয়। এদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্টি হল এক নতুন ইতিহাস। আসলে এদিন ম্যাচ শুরুর আগে ভারত তথা গোটা বিশ্বের সর্ববৃহৎ টিফো নামানো হয় সবুজ-মেরুন গ্যালারি থেকে।
Also Read | হোটেল রুম থেকে শামির প্রাক্তন স্ত্রীর ভিডিও ভাইরাল
যেটির উচ্চতা ৩৪০ ফুট। পাশাপাশি চওড়ায় প্রায় ৭৫ ফুট। এক কথায় যা ইতিহাস। আসলে মোহনবাগান মানেই যে চমক সেটা ফুটে উঠছে প্রতিনিয়ত। এই টিফোতে রীতিমতো ফুটে উঠল অমর একাদশের সাফল্যের পাশাপাশি মোহনবাগান দলের মাহাত্ম্য এবং ফুটবলকে কেন্দ্র করে বাংলার ফুটবলপ্রেমী মানুষদের উন্মাদনা। যা নিঃসন্দেহে মন জয় করেছে সকলের। সম্প্রতি পড়শী ক্লাবের সমর্থকদের তরফে বিবিধ সমস্যা নিয়ে একাধিক প্রতিবাদী টিফো সামনে আসলেও এবার যেন টিফোতে ও তাঁদের টেক্কা দিল সবুজ-মেরুন।
A night to dream, a day to remember.
Tomorrow #TheArtReturns . 💚♥️#JoyMohunBagan #MarinersBaseCamp #UltrasMohunBagan #UltrasLife #UltrasMentality #TheArtReturns #WorldsLargestHandPaintedTifo pic.twitter.com/BnKrpCWRxF
— Mariners’ Base Camp – Ultras Mohun Bagan (@MbcOfficial) January 26, 2025
আগামী ১লা ফেব্রুয়ারি অ্যাওয়ে ম্যাচে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান দল। সেই ম্যাচে ও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য থাকবে সকলের।