‘অনেক কিছু বলতে চাইছেন সঞ্জয়…’, তিনজনের নাম সামনে আসেনি, বিস্ফোরক আইনজীবী

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় দোষী প্রমাণিত সঞ্জয় রায়৷ শিয়ালদহ আদালত তাঁকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে৷ কিন্তু, তাঁর মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাই…

3 names not come forward claim lawyer

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় দোষী প্রমাণিত সঞ্জয় রায়৷ শিয়ালদহ আদালত তাঁকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে৷ কিন্তু, তাঁর মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছে রাজ্য সরকার ও সিবিআই৷ তবে, এখনই সঞ্জয়ের ফাঁসি হোক, চাইছে না নির্যাতিতার বাবা-মা। কেন চাইছেন না, সেই কারণও স্পষ্ট করেছেন তাঁরা। নিহত তরুণী চিকিৎসকের পরিবারের দাবি, আগে অন্যান্য অপরাধীরা ধরা পড়ুক, তাদের সকলের শাস্তি হোক! (3 names not come forward claims lawyer)

সঞ্জয়ের হয়ে লড়তে চান যশ 3 names not come forward claims lawyer

এই একই যুক্তি খাড়া করে নিম্ন আদালতের রায় ঘোষণার পরই সঞ্জয়ের হয়ে মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আইনজীবী যশ জালান৷ সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে রাজ্যের করা মামলার শুনানিতে উপস্থিত ছিলেন তিনি৷ এদিন সওয়াল জবাব শুরু হলে বিচারপতি বসাক আইনজীবী যশ জালানকে প্রশ্ন করেন, “আপনি ওকালতনামা পেয়েছেন?” সরকারি আইনজীবী দেবাশিস রায় জানান, উনি জেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন। কিন্তু অভিযুক্ত ওঁকে চাইছেন না।

   

যশ জালান বিচারপতিকে বলেন, “অভিযুক্ত অনেক কিছু বলতে চাইছেন। কিন্তু ওঁকে বলতে দেওয়া হচ্ছে না।” বিচারপতি তখন আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, “কিন্তু আপনাকে তো অভিযুক্তই রাখতে চাইছেন না। সেখানে কী আর বলার থাকে৷”

তিন জনের নাম সামনে আসেনি 3 names not come forward claims lawyer

এদিন সঞ্জয় রায়ের পক্ষে লিগাল এইডের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কৌশিক গুপ্ত। তিনি বিচারপতিকে জানান, তাঁরা অভিযুক্তের হয়ে লড়বেন। অনুমতিও পেয়েছেন।

সঞ্জয়ের হয়ে আদালতে লড়তে চেয়েছিলেন যশ৷ তাঁর দাবি ছিল, এই মামলায় তিন জনের নাম সামনে আনা হয়নি। তাঁদের নাম সামনে চলে এলে সমস্যা বাড়বে৷ সেই কারণেই রাজ্য চাইছে তড়িঘড়ি সঞ্জয়ের ফাঁসি হোক৷ আইনজীবী যশের আরও দাবি, “নিম্ন আদালতে দ্রুত ট্রায়াল হয়েছে। এই মামলার এমন তিনজন জড়িত আছেন, যাঁদের ক্রস এক্সামিনেশন করা হয়নি। এমনকি তাঁদের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। সেই নামগুলো সামনে আসা প্রয়োজন।”

Kolkata City: Convicted in doctor rape and murder case, Sanjay Roy receives life sentence from Sealdah Court. State and CBI appeal for death penalty at Kolkata High Court. Victim’s parents oppose immediate execution.