প্রয়াগরাজ: মহাকুম্ভে মহাস্নান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ সোমবার সপরিবারে উত্তর প্রদেশের প্রয়াগরাজে পৌঁছান তিনি৷ ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারেন শাহ পরিবার। পুণ্যস্নানে শাহের সঙ্গে সঙ্গত দেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব ও অন্যান্য সাধুরা। সঙ্গমে স্নান সেরে পুত্র জয় শাহ ও নাতিকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে গঙ্গা আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ অমিত শাহের কুম্ভ সফরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল৷ (Amit Shah takes dip in Maha Kumbh)
উষ্ণ অভ্যর্থনা আদিত্যনাথের Amit Shah takes dip in Maha Kumbh
প্রয়াগরাজে পৌঁছানোর পর, অমিত শাহকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। সঙ্গম ঘাটে স্নান করার সময়, অমিত শাহের সঙ্গে ছিলেন যোগ গুরু বাবা রামদেবসহ বেশ কিছু প্রখ্যাত সন্ন্যাসী। সন্ন্যাসীরা অমিত শাহের নাতিকে তিলক করে এবং তার কপালে স্পর্শ করে আশীর্বাদ প্রদান করেন৷ সেই সময় শিশুটিকে কোলে নিয়েছিলেন জয় শাহ৷
মহাকুম্ভ মেলাকে ‘সনাতন সংস্কৃতির অনন্য প্রতীক’ হিসেবে অভিহিত করে, অমিত শাহ তাঁর অফিসিয়াল এক্স (আগে টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘কুম্ভ মেলা সনাতন ধর্মের জীবনের দর্শনকে প্রদর্শন করে, যা সবার মধ্যে সামঞ্জস্য ও শান্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত।’ তিনি আরও বলেন, ‘আমি সঙ্গমে স্নান করতে এবং প্রয়াগরাজের এই ঐতিহাসিক একতার উৎসবে সন্ন্যাসীদের আশীর্বাদ নিতে আগ্রহী।’
এই সফর ছিল পূর্বনির্ধারিত Amit Shah takes dip in Maha Kumbh
সোমবার অমিত শাহের এই সফর ছিল পূর্বনির্ধারিত ছিল। এদিন সকাল ১১টা নাগাদ সপরিবারে প্রয়াগরাজে পৌঁছন তিনি। বিমানবন্দর থেকে হেলিকপ্টার ও পরে স্টিমারে করে পৌঁছন আরেল ঘাটে। স্টিমারে করে যাওয়ার সময় স্ত্রী সোনাল শাহর সঙ্গে পরিযায়ী পাখিদের খাবার খাওয়াতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এরপর কড়া নিরাপত্তার মধ্যে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্নানের সময় শাহের মাথায় জল ঢেলে দিতে দেখা যায় উপস্থিত সন্তদের। প্রায় ১০ মিনিট স্নান করার পর গঙ্গাপুজো করে শাহ পরিবার৷
Bharat: Union Home Minister Amit Shah takes a holy bath at Mahakumbh in Prayagraj with family. Joined by UP CM Yogi Adityanath and Baba Ramdev. Performs Ganga Aarti. Viral video on social media.