2025 Bajaj Dominar 400 পাচ্ছে দারুণ ফিচার আপডেট, ডিসপ্লেতে এবার বড় চমক

2025 Bajaj Dominar 400 শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। অফ-রোডিং হোক বা লং-ড্রাইভ, যে কোন ক্ষেত্রে বাইকটির জুরি মেলা ভার। এখন বিষয় হচ্ছে, বহু…

2025 Bajaj Dominar 400 to get new LCD instrument cluster

2025 Bajaj Dominar 400 শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। অফ-রোডিং হোক বা লং-ড্রাইভ, যে কোন ক্ষেত্রে বাইকটির জুরি মেলা ভার। এখন বিষয় হচ্ছে, বহু অনুরাগীর এই প্রিয় মোটরসাইকেলটি দীর্ঘদিন কোন আপডেট পায়নি। এবারে তাই সে দিকে গুরুত্ব আরোপ করেছে বাজাজ অটো (Bajaj Auto)। Dominar 400-তে আপডেট দেওয়ার কাজ জোর কদমে শুরু করেছে তারা। উল্লেখযোগ্য আপডেট হিসাবে এটি পেতে চলেছে একটি ডট ম্যাট্রিক্স এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এটি Bajaj Pulsar 400Z-এর ডিসপ্লের মতোই দেখতে।

Hero Xoom 160 নাকি Aprilia SXR 160, কোন ম্যাক্সি স্কুটারটি সেরা?

   

2025 Bajaj Dominar 400 নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাচ্ছে

Bajaj Dominar 400 আর কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ করবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। উপরিউক্ত অপডেট ছাড়াও আরও একাধির বৈশিষ্ট্যে চমক আনছে বাজাজ। নতুন ইন্সট্রুমেন্ট কনসোলে ব্লুটুথ কানেক্টিভিটি বাদেও থাকছে টার্ন বাই টার্ন নেভিগেশন, কল এবং এসএমএস অ্যালার্ট সহ আরও অন্যান্য ফিচার। নতুন ডিসপ্লেটি আনার ফলে বাজাজ তাদের ডমিনার থেকে ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে সংযুক্ত ছোট ক্লাস্টার এবার বাদ দিতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, বাজাজ তাদের ডমিনার-এ দিতে চলেছে OBD-2B নির্গমন বিধি পালনকারী ইঞ্জিন। এতে পরিবেশ দূষণ কমবে। এর ৩৭৩.৩ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে সঙ্গে দেবে ছয় গতির গিয়ারবক্স।

Hero Xpulse 210-এর ডেলিভারি কবে থেকে শুরু হচ্ছে? জানাল হিরো

ফিচারের প্রসঙ্গে বললে, Bajaj Dominar 400-তে থাকছে একটি রাইড বাই ওয়্যার থ্রটেল এবং একাধিক বাইডিং মোড। Dominar 400-র ফিচারের সঙ্গে এবারে Pulsar 400Z-এর মিল নজরে পড়তে পারে। এই যাবতীয় আপডেট পাওয়ার ফলে বাইকটির দামে হেরফের হতে পারে। আগের তুলনায় সামান্য দাম বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, বাজাজ ডমিনার বাইকপ্রেমীদের কাছে একটি অতি জনপ্রিয় মডেল। বাইকটির নতুন আপডেট আরও একাধিক ক্রেতাকে আকর্ষিত করবে বলে আশাবাদী বাজাজ।