বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) আবারও এক বিতর্কে জড়িয়েছেন। এবার তাঁকে লক্ষ্য করে উঠে এসেছে সমালোচনার ঝড়। উর্বশী রাউতেলা বর্তমানে ‘ডাকু মহারাজ’-এর সাফল্য নিয়ে ব্যস্ত। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। পাশাপাশি ছবির গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ছবিতে উর্বশীর সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন জনপ্রিয় অভিনেতা বালকৃষ্ণ নন্দমুরি। মুক্তির পরও ছবির প্রচারে কোনো ত্রুটি রাখছেন না উর্বশী। তবে ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।
উর্বশী সম্প্রতি তার মায়ের অসুস্থতার খবর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে উর্বশীকে (Urvashi Rautela) তার মা মীরা রাউতেলাকে আলিঙ্গন করতে দেখা যায়। ছবিতে উর্বশীর মা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, তার হাতে ভারতের জাতীয় পতাকা রয়েছে। পোস্টের ক্যাপশনে উর্বশী লেখেন, “আমার মায়ের জন্য প্রার্থনা করবেন।” ছবিতে অভিনেত্রীকে লেপার্ড প্রিন্টেড পোশাক ও গগলস পরিহিত অবস্থায় দেখা গেছে।
View this post on Instagram
উর্বশীর (Urvashi Rautela) এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভক্তদের একটি বড় অংশ তার পোস্ট দেখে অসন্তুষ্টি প্রকাশ করেছে। বিশেষ করে অভিনেত্রীর পোশাক ও স্টাইল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। একজন নেটিজেন মন্তব্য করেছেন,“চশমা খুলে ফেলতে পারতেন, এত অভিনয় করার প্রয়োজন ছিল না।” আরেকজন লিখেছেন, “এখন অভিনয় ছেড়ে দিন।” এমনকি কেউ কেউ মজা করে বলেছেন,“মনে হচ্ছে আপনার মা ‘ডাকু মহারাজ’ দেখেছেন।”
ক্রিস মার্টিনের কণ্ঠে ভারতীয় সুর! গাইলেন‘মা তুঝে সালাম’
প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে। অভিনেত্রীকে যখন সইফ আলি খানের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়, তখন প্রসঙ্গ এড়িয়ে তিনি ‘ডাকু মহারাজ’-এর সাফল্যের কথা বলতে শুরু করেন। উর্বশী (Urvashi Rautela) এও বলেছিলেন তার মা তাকে একটি হীরার ঘড়ি উপহার দিয়েছেন। এর পর থেকেই উর্বশীকে ব্যাপক ট্রোলের সম্মুখীন হতে হয়।