মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কী বললেন পেট্র ক্র্যাটকি?

জয় দিয়েই নতুন বছর শুরু করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথমেই তাঁরা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল দলকে‌। তারপরের ম্যাচে…

Petr Kratky

জয় দিয়েই নতুন বছর শুরু করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথমেই তাঁরা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল দলকে‌। তারপরের ম্যাচে সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে অনবদ্য লড়াই করলেও আসেনি জয়। সেই নিয়ে খুব একটা খুশি ছিলেন না মুম্বাই সিটি এফসির আইএসএল জয়ী কোচ পেট্র ক্র্যাটকি। পরবর্তীতে ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল সকলের। সেই অনুযায়ী গত রবিবার ঘরের মাঠে খেলতে নেমেছিল বিপিন সিংরা।

যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এদিন মূলত মুম্বাই সিটি এফসির হোম ম্যাচ থাকার দরুন প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক হয়ে উঠতে দেখা গিয়েছিল ব্র্যান্ডন ফার্নান্দেজদের। বলতে গেলে ম্যাচের প্রথম কোয়ার্টার জুড়ে তাঁদের দাপট নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই বদলাতে শুরু করে পরিস্থিতি। ক্রমশ ম্যাচে ফিরতে শুরু করে মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর সুযোগ বুঝেই ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করে দুই ফুটবল দল। কিন্তু গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না কারুর পক্ষে।

   

যারফলে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের তেজ বাড়াতে শুরু করে মুম্বাই সিটি এফসি। তারপর গৌরব বোরার অনিচ্ছাকৃত আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুম্বাই। তারপর সময় যত এগিয়েছে জর্জ ওরর্টেজদের দাপটের সাক্ষী থেকেছে মুম্বাই ফুটবল এরিনা। দলের এই জয় নিয়ে যথেষ্ট খুশি মুম্বাই সিটি এফসি দলের বিদেশি কোচ পেট্র ক্র্যাটকি। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি মনে করি আমরা আজ খুব ভালো ফুটবল খেলেছি এবং আমাদের দলের হয়ে যারা লড়াই করেছে সকলের জন্য আমরা খুশি। এই ধারা বজায় রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

আর ও বলেন, ” গত পাঞ্জাব এফসির ম্যাচের পর থেকেই আমি দলের ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছিলাম। আমার বিশ্বাস আমরা মরসুমের শেষটা ভালোভাবেই করতে পারব। সকলেই যথেষ্ট ভালো করছে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। আশা‌ করি খুব শীঘ্রই সুফল মিলবে।”