কিছু ঘণ্টা অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তবুও নিজেদের সেরাটা দিয়ে হোম ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করাই এখন অন্যতম লক্ষ্য জোসে মোলিনার ছেলেদের। কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মরসুমের শুরু থেকে দাপুটে পারফরম্যান্স থাকলেও এই নতুন বছরের শুরুটা খুব একটা ভালো ছিল না আইএসএল জয়ী এই ফুটবল দলের।
খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে পরাজিত হয়েই নতুন বছর শুরু করেছিল বেঙ্গালুরু। তারপর কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ঘরের মাঠে পরাজিত হওয়ার পর দুর্বল হায়দরাবাদ এফসির বিপক্ষে ও ম্যাচ ড্র করতে হয় জর্জ পেরেইরা দিয়াজদের। তারপর সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে এগিয়ে থেকে ও হাতছাড়া হয় ম্যাচ। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর জেরার্ড জারাগোজার ছেলেরা। কিন্তু এক্ষেত্রে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা ভালো মতোই জানেন সুনীল ছেত্রী।
সেইমতো দলের সকলকে প্রস্তুত করেছেন জারাগোজা। অপরদিকে গত দুইটি ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই সবুজ-মেরুনের। কিন্তু এক্ষেত্রে দলের এক তারকা ডিফেন্ডারকে মাঠে পাবেন না জোসে মোলিনা। তিনি আশিষ রাই। বলাবাহুল্য, বর্তমানে কার্ড ইস্যুর দরুন আসন্ন এই হাইভোল্টেজ ম্যাচে তাঁকে মাঠে নামাতে পারবেন না আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ। যা নিঃসন্দেহে চিন্তায় ফেলবে সমর্থকদের। এক্ষেত্রে তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই প্রভাব ফেলতে পারে দলের রক্ষণভাগে। কিন্তু কাকে আনা হবে তাঁর বিকল্প হিসেবে? সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
তবে যতদূর জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে এই হাইভোল্টেজ ম্যাচে আশিষ রাইয়ের পরিবর্তে দলের তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উপরেই হয়তো ভরসা রাখতে পারেন বাগান হেডস্যার। যদিও এখনও চূড়ান্ত নয় বিষয়টি।