Kolkata Parade: আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্য পথে দেখা গিয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। এই প্রথম তিন বাহিনীর সমন্বয় দেখা যায় এই অনুষ্ঠানে। বায়ু সেনার ফ্লাইপাস্ট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের ট্যাবলো, সব ছিল অসামান্য প্রদর্শন। লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের ট্যাবলোতে।
কলকাতার রেড রোডেও পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। তবে রবিবার কলকাতার কুচকাওয়াজ বা প্যারেডের মধ্যে সবথেকে নজর কেড়েছে ভারতীর সেনার রোবট কুকুর (Robotic Dogs)।
রবিবার কলকাতায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) রোবোটিক কুকুর ‘MULE’ (মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট) এই শোতে সকলের নজর কেড়ে নেয়। ‘সঞ্জয়’ নামের এই ‘MULE’ হল একটি সর্ব-আবহাওয়া গ্রাউন্ড রোবট কুকুর যা সিঁড়ি, খাড়া পাহাড় এবং বাধা অতিক্রম করতে পারে।
ভারতীয় সেনার মতে, এই রোবোটিক কুকুরগুলি পরিধি নিরাপত্তা, সম্পদ সুরক্ষা এবং রাসায়নিক-জৈবিক-পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি সহ বেশ কয়েকটি অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলি বিস্ফোরক সনাক্তকরণ এবং নিষ্পত্তি, বুদ্ধিমত্তা এবং নজরদারির জন্যও ব্যবহার করা যেতে পারে।
Today, I joined the grand Republic Day parade at Red Road to celebrate 76 years of our Constitution – a living testament to the vision of an India rooted in SOVEREIGNTY, SECULARISM, DEMOCRACY, and FEDERALISM. This day is not just a commemoration; it is a call to renew our… pic.twitter.com/YR1OC4p4Tt
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2025
রোবোটিক কুকুরগুলি ১৫ কেজি ওজন বহন করতে পারে এবং -৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চরম তাপমাত্রায় চালানো যেতে পারে। জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনী এখন পর্যন্ত ১০০ টি রোবোটিক কুকুরকে বিভিন্ন ইউনিটে অন্তর্ভুক্ত করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সকালে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর নায়েব সুবেদার রজনীশের নেতৃত্বে একটি কুচকাওয়াজ হয়। কুচকাওয়াজে অংশ নেয় ভারতীয় সেনা, নৌসেনা, বায়ু সেনা, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং বিপর্যয় মোকাবিলা গ্রুপ। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নিয়ে সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করে।