১৭ বড় নাকি ৩৭? অঙ্কের জটিল ধাঁধায় তোলপাড় মুম্বই ক্রিকেট

Ayush Mhatre: দল না ব্যক্তি, কে বড়? সেই প্রশ্ন তুলে দিয়েছে মুম্বই বনাম জম্মু-কাশ্মীর ম্যাচ। কারণ, মুম্বই হারতেই তুমুল সমালোচনার ঝড় শুরু হয়েছে আমচি মুম্বই…

Ayush Mhatre

Ayush Mhatre: দল না ব্যক্তি, কে বড়? সেই প্রশ্ন তুলে দিয়েছে মুম্বই বনাম জম্মু-কাশ্মীর ম্যাচ। কারণ, মুম্বই হারতেই তুমুল সমালোচনার ঝড় শুরু হয়েছে আমচি মুম্বই ক্রিকেট মহলে, যার কেন্দ্র বিন্দুতে একটাই নাম, আয়ুশ মাত্রে। ১৭ বছরের এই কিশোরকে বলি দেওয়া হলো ৩৭-এর রোহিতের জন্য? এই ভাষাতেই সমাজ মাধ্যমে তীব্র কটাক্ষ শুরু হয়েছে।

এবারের রঞ্জিতে দারুণ ভাবে শুরু করেছিল আয়ুশ। দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মুম্বাইয়ের আস্থা অর্জন করে নিয়েছিল ১৭ বছরের এই কিশোর। রঞ্জিতে মোট ছয়টা ম্যাচ খেলে তার সংগ্রহে ৪৪১ রান। এর আগে সার্ভিসেসের বিরুদ্ধে ঝকঝকে ১১৬ রানের ইনিংস উপহার দিয়েছে সে।

   

জম্মু কাশ্মিরের বিরুদ্ধে তাঁকে বসিয়ে দেয়া হয়, কারণ রোহিতকে জায়গা দিতে হবে। যশস্বীর সঙ্গে আয়ুশ ওপেন করবেন বলেই ঠিক ছিল কিন্তু শেষ মুহূর্তে রোহিত জানিয়ে দেয় সে খেলবে। তখনই ঠিক হয়ে যায়, আয়ুশকে বসানো হবে।

আয়ুশকে বসিয়ে যাকে নামানো হলো, দলের জন্য তাঁর অবদান, প্রথম ইনিংসে ৩ আর দ্বিতীয় ইনিংসে ২৮, অর্থাৎ মোট ৩১ রান। সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের অভিযোগ, উঠতি প্রতিভাকে বসিয়ে দিয়ে মুম্বাই ক্রিকেটের ক্ষতি করলো টিম ম্যানেজমেন্ট। আয়ুশ এই টুর্নামেন্টে যেভাবে খেলছিল তাতে ওকে নামানো হলে নিশ্চিত ভাবে রোহিতের থেকে ভালো অবদান রাখতে পারতো দলের জন্য। প্রশ্ন উঠেছে দল বড় নাকি ব্যাক্তি বড়? কেন ‘বুড়ো’ রোহিতের জন্য একটা বিকশিত প্রতিভাকে উপেক্ষা করা হলো?

রোহিতকে নিয়ে এই সমালোচনায় মোটেও খুশি নয় আয়ুশ নিজে। এই ছবিটি সমাজ মাধ্যমে পোস্ট করে সে লিখেছে, ‘রোহিত ভাইয়ের সঙ্গে ড্রেসিং রুমে থাকতে পেরে আমি ভীষন খুশী, কারণ এই মানুষটাকে দেখেই আমি ক্রিকেটের ভালোবাসায় জড়িয়ে ছিলাম।’ আয়ুশ তার আইডলকে সম্মান জানিয়ে পাশে দাঁড়ালেও বিতর্ক থামছে না। ঘুরে ফিরে প্রশ্ন উঠছে, দল বড়, নাকি ব্যক্তি বড়?