Porimoni: ফেলুবক্সীর ‘ডানা কাটা পরী’ কি ইসলামি সংগঠনের চক্ষুশূল? তিন বছরের জেল হতে পারে

‘স্বাধীন দেশে নিরাপদ নই’ বলার পরেই পরীমণির বিরুদ্ধে খুনের চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশি (Bangladesh) এই জনপ্রিয় অভিনেত্রী দোষী প্রমাণিত হলে কমপক্ষে ৩…

Pori Moni

‘স্বাধীন দেশে নিরাপদ নই’ বলার পরেই পরীমণির বিরুদ্ধে খুনের চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশি (Bangladesh) এই জনপ্রিয় অভিনেত্রী দোষী প্রমাণিত হলে কমপক্ষে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। খোলামেলা পোশাকে শামসুন্নাহার স্মৃতি পরীমণি (Porimoni) ভক্তদের মধ্যে হিল্লোল তোলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পিছনে বাংলাদেশের ইসলামি সংগঠনগুলির চাপ আছে বলে দাবি করেছেন নাস্তিক যুক্তিবাদী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। (Is an arrest warrant issued against Porimoni because she spoke out against Bangladeshi Islamic fundamentalism?)

বাংলাদেশে সাম্প্রতিক সবথেকে জনপ্রিয় অভিনেত্রী পরীমণি চলতি সপ্তাহে একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে ইসলামি সংগঠনগুলির বাধাপ্রাপ্ত হন। ক্ষোভে তিনি লিখেছিলেন, “এতো চুপ করে থাকা যায় নাকি!!! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!? কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে ! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা ??? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”

   

এই পোস্ট করার পর পরীমণির বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিক-ব্যবসায়ী নাসির উদ্দিনকে খুনের চেষ্টার অভিযোগে করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অপরাধ প্রমণিত হলে নায়িকার সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে।

কে এই নাসিরউদ্দিন?
নাসিরউদ্দিন মাহমুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে ঢাকার অভিজাত উত্তরা ক্লাবের সভাপতি এবং লায়ন ক্লাব ঢাকা জোনের চেয়ারম্যান ছিলেন। তিনি জাতীয় পার্টির (জাপা) সম্পাদকমণ্ডলীর সদস্য। দলটি বাংলাদেশের প্রয়াত সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ কর্তৃক প্রতিষ্ঠিত।

পরীমণি বনাম নাসিরউদ্দিন
২০২১ সালে অভিনেত্রী পরীমণি অভিযোগ করেছিলেন তাঁকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেছিলেন ব্যবসায়ী নাসিরউদ্দিন। চাঞ্চল্যকর অভিযোগের পর নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। তিনি পাল্টা অভিযোগ করেছিলেন, ঘিরে ধরে খুনের চেষ্টা করেছিল পরীমণি। এরপরই পরীমণির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমনিকে অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। টানা ২৬ দিন জেলে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেন। একই মামলায় জামিন পান নাসিরউদ্দিন।

জেল খেটেই সন্তানসম্ভবা পরী!
মাদক মামলায় জেল থেকে বেরিয়ে কিছুদিন পকম পরীমণি ঘোষণা করেছিলেন তিনি সন্তানসম্ভবা! সেই সন্তানের বাবা কে? প্রশ্নে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ আলোড়িত হয়েছিল। পরে অভিনেতা শরিফুল হকের সঙ্গে বিয়ে হয় পরীর। তিনি এখন বিবাহ বিচ্ছিন্না। ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে করেছেন পরীমণি।

ফেলুবক্সীর ‘ডানা কাটা পরী’
গতবছর রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।  ঢাকা-নয়াদিল্লির মধ্যে চলমান কূটনৈতিক সংঘাত।  সম্প্রতি পরীমণি অভিনীত টলিউডের ছবি ‘ফেলুবক্সী’ মুক্তি পায়। পরীমণি কলকাতায় আসতে পারেননি। লিখেছিলেন ডানা কাটা পরী আমি উড়ে যেতে পারিনা।  টলিউডের ফেলুবক্সী সিনেমার অভিনেত্রী হলেও কলকাতা আসতে পারেননি। তবে তাঁর জনপ্রিয়তা আরো বেড়েছে।