রাজ্য জুড়ে পুরভোটে তীব্র অশান্তি চলছে। এর মাঝে এসেছে অস্বাভাবিক মৃত্যুর খবর। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুরে এই ব্যক্তির দেহ উদ্ধার হয়। অভিযোগ তাকে খুন করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চিন্তা রায়। তিনি গঙ্গারামপুর পুরসভার শিববাড়ি সেগাটোলা এলাকায় বাসিন্দা। এদিন পুরভোট শুরুর ঠিক আগে গঙ্গারামপুরে এই ব্যক্তির দেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এর জেরে তীব্র আতঙ্ক ছড়ায়। তবে এটি রাজনৈতিক খুন নাকি কোনও ব্যক্তিগত আক্রোশের ঘটনা তা নিশ্চিত নয় পুলিশ।
মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পর্ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, শুক্রবার চিন্তা রায় গত শুক্রবার আত্নীয়ের বাড়ি গিয়েছিলেন। পুরভোট থাকায় শনিবার রাতে নিজের বাড়ি ফিরছিলেন। গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকার জাতীয় সড়কের ধার থেকে তার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান এলাকাবাসী। এই ঘটনা খুন নাকি পথদুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।