বইমেলার জন্য চলবে স্পেশাল মেট্রো, রবিতেও শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে ছুটবে রেক

কলকাতা: আগামী ২৮ জানুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা৷ চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় বাড়তি যাত্রী ভিড় সামলাতে তৎপর মেট্রো রেল৷ এই…

special metro services during book fair

কলকাতা: আগামী ২৮ জানুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা৷ চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় বাড়তি যাত্রী ভিড় সামলাতে তৎপর মেট্রো রেল৷ এই ক’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) পর্যন্ত বাড়তি মেট্রো পরিষেবা দেওয়া হবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়তি মেট্রো চালানোর পাশাপাশি পরিষেবা মিলবে রবিবারও৷ ফলে জেলা বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের খুবই সুবিধা হবে৷ (special metro services during book fair)

রবিবারও চলবে মেট্রো special metro services during book fair

সাধারণত শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে রবিবার পরিষেবা বন্ধ থাকে। কিন্তু ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রবিবারও মেট্রো মিলবে৷ শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৪০ মিনিট। সোমবার থেকে শনিবার পর্যন্ত স্বাভাবিক পরিষেবাই মিলবে। তবে দুপুর ২টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তরঅন্তর মিলবে মেট্রো পরিষেবা৷

   

১২২টি মেট্রো চলবে 

সোমবার থেকে শনিবার পর্যন্ত সাধারণত ১০৬টি মেট্রো চালানো হয়। তবে বইমেলার এই ক’দিন সোম থেকে শনি আপ-ডাউন মিলিয়ে ১২২টি মেট্রো চালানো হবে। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে৷ একই ভাবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী মেট্রো ছাড়বে সকাল ৭ টা ৫ মিনিটে৷ টাইমের কোনও বদল হয়নি৷ ২ এবং ৯ ফেব্রুয়ারি, দুই রবিবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৭৪টি মেট্রো চালানো হবে।

 Kolkata City: Kolkata Book Fair starts January 28, runs till February 9. Metro Rail to manage extra passenger rush with additional services from Sealdah to Salt Lake Sector V. Special metro services on Sundays too.