শুক্রবার মুম্বাইয়ের আইফা ২০২৫-এর প্রি-ইভেন্টের প্রেস কনফারেন্সে মঞ্চে একসঙ্গে উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম সুপারস্টার শাহরুখ খান(Shah Rukh Khan), কার্তিক আরিয়ান এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফতেহি। এই প্রি-ইভেন্টে তারা কালো পোশাক পরে এসে উপস্থিত হলে সবার নজর কেড়ে নেন। অনুষ্ঠানে রাজস্থান রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী তাদের হাতে স্মারক উপহার প্রদান করেন।
বলিউড বাদশা জানেন কীভাবে যেকোনো ইভেন্টকে অবিস্মরণীয় করে তুলতে হয়। ইভেন্ট চলাকালীন অ্যাওয়ার্ড শো হোস্ট করার ক্ষেত্রে পারদর্শী শাহরুখ অভিনেতা কার্তিক আরিয়ানকে মেন্টরিং করার একটি মজার মুহূর্ত কাটিয়েছেন। শাহরুখ খান অভিনেতাকে শিখিয়েছেন, কীভাবে একটি অনুষ্ঠানের শুরুতে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে হয়। ইতিমধ্যেই সেই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে শাহরুখ খানকে(Shah Rukh Khan দেখা যাচ্ছে কার্তিককে শেখাতে। কিং খান মজার ছলে বললেন, “কার্তিক ২৫তম সংস্করণটি হোস্ট করতে চলেছে। তাকে সেই দায়ীত্বটি দিচ্ছি এবং শেখাচ্ছি কীভাবে জয়পুরে শো শুরু করতে হবে। “আমাদের আইফাতে স্বাগতম।” বলেই শো টি শুরু করতে হবে।”
View this post on Instagram
কার্তিক সেই বাক্যটি পুনরাবৃত্তি করলেন এবং শাহরুখ তাকে নির্দেশ দিয়ে বলতে থাকলেন, “আমাদের দেশ রাজস্থানে স্বাগতম।” এছাড়াও ইভেন্ট চলাকালীন কার্তিক বলেছেন, “আমি আইফা-র ২৫তম বার্ষিকীতে অংশ নিয়ে খুব খুশি। আমি হোস্ট করব এবং আশা করছি আমি দ্বিতীয় সেরা হোস্ট হতে পারব, কারণ কেউই তাকে (শাহ রুখ) হারাতে পারবে না”। এই দুই তারকা আরও আনন্দ দিলেন দর্শকদের, যখন তারা “খাম্মা ঘানি” বলে শ্রদ্ধার সঙ্গে তাদের হাত জোড়া দিয়ে মাথা নত করে দর্শকদের অভিবাদন জানান।
অ্যাওয়ার্ড শো-তে নোরা ফতেহি ব্রাউন ও ব্ল্যাক টুইড কো-অর্ড সেটে নজর কাড়লেন। ৩২ বছর বয়সী নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা সম্প্রতি আমেরিকান সুরকার এবং গীতিকার জেসন ডেরুলোর সঙ্গে পপ গান “স্নেক”-এ কাজ করেছেন।
ইভেন্টে শাহরুখ খান(Shah Rukh Khan আরও বলেন, “আমি একটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছিলাম তখনই আমাকে বলা হয় আইফা-র ২৫ বছর পূর্ণ হতে চলেছে এবং আমাকে সেখানে থাকতে হবে, তখন আমি তাড়াতাড়ি এখানে চলে আসি। আমি জয়পুরে গিয়ে শো টি উপভোগ করার অপেক্ষা করছি।”
আইফা অ্যাওয়ার্ডস-এর ২৫তম সংস্করণ ৮ ও ৯ মার্চ জয়পুরে অনুষ্ঠিত হওয়ার কথা। আইফা অ্যাওয়ার্ডস ২০২৪ জি৫-এ স্ট্রিমিংয়ে দেখতে পাবেন। তবে, আসন্ন পুরস্কার অনুষ্ঠানটির স্ট্রিমিং সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনও ঘোষণা করা হয়নি।