নর্থইস্টে যোগদান করে কী বললেন আরশাফ? জানুন

ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের। তারপর সেই ধারা বজায় রেখে…

Mohammad Ashraf football

ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের। তারপর সেই ধারা বজায় রেখে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করে পেদ্রো বেনালির ছেলেরা। প্রথমেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে। নিজেদের প্রথম ম্যাচেই গোল করে সকলের নজর কেড়েছিলেন আলাদিন আজারেই।শুধুমাত্র সেই ম্যাচ নয়। পরবর্তীতে যত সময় এগিয়েছে তাঁর অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী থেকেছে সকলে। পরবর্তীতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে দল ধাক্কা খেলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি।

বলতে গেলে এই মরোক্কান তারকার হাত ধরেই এবারের ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে পাহাড়ের এই ফুটবল ক্লাব। বর্তমানে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে নর্থইস্ট ইউনাইটেড। নতুন বছরের শুরুটা খুব একটা ভালো না হলেও আগামী ২৯ শে জানুয়ারি হোম ম্যাচে শক্তিশালী হায়দরাবাদ এফসিকে পরাজিত করতে বদ্ধপরিকর জিথিন এমএসরা। এসবের মাঝেই গত বৃহস্পতিবার বছর কুড়ির এক তরুণ মিডফিল্ডারকে দলে সই করায় জন আব্রাহামের এই ফুটবল ক্লাব। তিনি মোহাম্মদ আরশাফ।

   

পূর্বে কালকাট এফসির হয়ে খেলতেন এই ফুটবলার।‌ সেখান থেকেই এবার তাঁকে দলে টেনেছে প্রথম ডিভিশনের এই ফুটবল ক্লাব। দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ” নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবে যোগ দিতে পেরে আমি যথেষ্ট খুশি। এবং এই জার্সিতে মাঠে নামার জন্য প্রচন্ড উত্তেজিত। ভারতীয় ফুটবলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই এই ক্লাবের যথেষ্ট প্রভাব রয়েছে। বর্তমানে দলের সাফল্যে আমি আমার দক্ষতা এবং নিষ্ঠার অবদান রাখতে আগ্রহী।” সব ঠিকঠাক থাকলে আসন্ন হায়দরাবাদ ম্যাচেই তাঁকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন কোচ পেদ্রো বেনালি।