কর্নাটকের ব্যাঙ্কে সাইবার হানা! ২ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিল অপরাধীরা

বেঙ্গালুরু: এবার সাইবার অপরাধীদের কবলে কর্ণাটকের সমবায় ব্যাঙ্ক৷ মুহূর্তের মধ্যে ২ কোটি টাকারও বেশি হাতিয়ে নিল দুষ্কৃতীরা! কর্নাটকের বিজয়নগরের ঘটনা। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল…

Cybercrime in Karnataka cooperative bank

বেঙ্গালুরু: এবার সাইবার অপরাধীদের কবলে কর্ণাটকের সমবায় ব্যাঙ্ক৷ মুহূর্তের মধ্যে ২ কোটি টাকারও বেশি হাতিয়ে নিল দুষ্কৃতীরা! কর্নাটকের বিজয়নগরের ঘটনা। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল টাকা পাঠানো হচ্ছে, অথচ টাকা ঢুকছে না বল্লরি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের (বিডিসিসি) গ্রাহকদের অ্যাকাউন্টে। তদন্তে নেমে জানা যায়, গ্রাহকদের টাকা চুপি সারে নিজেদের পকেটে পুরে নিচ্ছে সাইবার অপরাধীরা৷ টাকার অঙ্কও নেহাত কম নয়৷ ওই কো-অপারেটিভ ব্যাংক থেকে প্রায় ২.৩৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। (Cybercrime in Karnataka cooperative bank)

পুলিশের তথ্য অনুযায়ী, সাইবার অপরাধীরা ব্যাংকের RTGS/NEFT লেনদেন ব্যবস্থা নিশানা করে  চুরি করা হয়৷ টাকা লেনদেনের সময় গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের বদলে অন্য অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেওয়া হয়। 

   

যাবতীয় নথিও বদলে জালিয়াতি Cybercrime in Karnataka cooperative bank

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি BDCC ব্যাঙ্ক থেকে IDBI ব্যাঙ্কে টাকা স্থানান্তর করার সময় হ্যাকাররা XML ফাইলে অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডে পরিবর্তন করে ফেলেছিল। এর ফলে বিপুল পরিমাণ অর্থ সরাতে সক্ষম হয় তারা৷ গ্রাহকদের নাম বাদে যাবতীয় নথিও বদলে ফেলায় বাইরে থেকে দেখে কোনও সন্দেহ হয়নি৷ বোঝাই যায়নি যে, আদতে টাকা চলে যাচ্ছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ২৫টি পৃথক পৃথক অ্যাকাউন্টে!

২ কোটি ৩৪ লক্ষ টাকা চুরি Cybercrime in Karnataka cooperative bank

এই ঘটনার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্তে জানা গিয়েছে, যে সকল গ্রাহক ওই দিন পাঁচ লক্ষ বা তার বেশি অঙ্কের টাকা পাঠিয়েছেন, তাঁদের সকলের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এ ভাবে মোট ২ কোটি ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা৷ ঘটনাটি তদন্ত করে দেখছে বল্লরি সাইবার ইকোনমিক নারকোটিক্‌স (সিইএন) বিভাগ। পুলিশ সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি আইন এবং ভারত আইন সংহিতা এর প্রতারণা ও কম্পিউটার মাধ্যমে প্রতারণা সংক্রান্ত ধারার অধীনে একটি FIR রেজিস্টার করেছে।

 Bharat: Cybercriminals steal over ₹2 crore from Karnataka’s BDCC Cooperative Bank. Hackers targeted RTGS/NEFT transactions by altering account details. Police investigate the massive fraud affecting numerous customers’ accounts.