বলিউডে একসঙ্গে এন্ট্রি নিতে চলেছে তিন স্টার কিডের

কানাঘুষো শোনা গিয়েছিল অনেকদিন ধরেই। এবার এই জল্পনায় শিলমোহর দিল স্বয়ং বনি কাপুর। জানালেন, চলতি বছরেই শ্যুটিং শুরু করবেন জাহ্নবী কপুরের ছোট বোন। শুধু তাই…

khushi-suhana-agasthya

কানাঘুষো শোনা গিয়েছিল অনেকদিন ধরেই। এবার এই জল্পনায় শিলমোহর দিল স্বয়ং বনি কাপুর। জানালেন, চলতি বছরেই শ্যুটিং শুরু করবেন জাহ্নবী কপুরের ছোট বোন। শুধু তাই হয় জানা গিয়েছে, এই একই ছবি দিয়ে বলিউডে এন্ট্রি নিতে চলেছেন শাহরুখ কন্যা বদশা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্থ নন্দাকে। জানা যাচ্ছে, ফারহান আখতারের বোন জোয়া আখতারের ছবি দিয়েই এই তিন স্টার কিডকে দেখা যেতে চলেছে।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে জোয়া আখতার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কমিক চরিত্র অর্চিকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনার কথা জানান। সেই সূত্র ধরেই জানা যাচ্ছে, ভেরোনিকা চরিত্রে দেখা যেতে পারে খুশি কাপুরকে, সুহানা খানকে দেখা যেতে পারে বেটি চরিত্রে এবং অগস্থকে দেখা যেতে পারে অর্চির চরিত্রে।

   

বারবার নেপোটিজম প্রসঙ্গে উঠে আসলেও বলিউডে স্টার কিডদের আত্মপ্রকাশ হতেই থাকছে। বছর খানেক আগেও কঙ্গনা রানাউত ‌ও আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী স্টার কিডদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সেই বিতর্ক এখন অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছে। সম্প্রতি বলিউডে আরও এক স্টার কিডের আত্মপ্রকাশ হতে চলেছে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি সেই স্টার কিডের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বড় কিছু নাম।

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ছবি প্রযোজক বনি কপূরও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকে খুব শীঘ্রই দেখা যাবে বলিউড ছবিতে। বড় মেয়ে জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্তি করে ফেলেছেন। এবার পালা ছোট মেয়ের। বেশ কিছুদিন ধরেই খুশি কপুরের বলিউডে আত্মপ্রকাশের খবর নানা জায়গা থেকে শোনা যাচ্ছিল। অবশেষে এক সাক্ষাৎকারে এই খবরে শিলমোহর দিলেন খোদ প্রযোজক বনি কপুর। জানালেন, খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যেতে চলেছে তাঁর ছোট মেয়ে খুশিকে। এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘অভিনয়ের প্রতি খুবই আগ্রহী খুশি।’ জানা যাচ্ছে, চলতি বছর এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং