জেতা ম্যাচ হাতছাড়া করে খেলোয়াড়দের দুষলেন জামিল

দিনকয়েক আগেই শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে দিয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। এই আত্মবিশ্বাস নিয়েই গত বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের…

Khalid Jamil Jamshedpur FC

দিনকয়েক আগেই শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে দিয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। এই আত্মবিশ্বাস নিয়েই গত বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল খালিদ জামিলের (Khalid Jamil) ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শামিল চেম্বাকাথের দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে নিজামের শহরের এই ফুটবল দলের কাছে পরাজিত হয় স্টিফেন এজেদের দল। যা নিঃসন্দেহে হতাশ করেছে সকলকে‌। ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল হজম করলেও সমতায় ফিরতে খুব একটা সমস্যা হয়নি জামশেদপুরের।

তারপর দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় দ্বিতীয় পেনাল্টি আদায় করে শিল্প নগরীর এই ফুটবল ক্লাব। সেখান থেকেই দলের হয়ে দ্বিতীয় গোল করে যান জাভি হার্নান্দেজ। প্রথমার্ধের শেষে সেই গোলের ব্যবধানেই এগিয়ে ছিল জামশেদপুর। কিন্তু ঘরের মাঠে ম্যাচ থাকায় আব্দুল রাবির মতো ফুটবলাররা যে সহজে ছেড়ে দেবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারপর সুযোগ বুঝেই জোসেফ সানির গোলে সমতায় ফিরে আসে চেম্বাকাথের ছেলেরা। এমন পরিস্থিতিতে ম্যাচের শেষ কোয়ার্টারে গোল তুলে ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে জামশেদপুর।

   

অন্যদিকে, কামব্যাক করার পর থেকেই গগন চুম্বী আত্মবিশ্বাস নিয়ে খেলতে দেখা যায় ইসাক ম্যানুয়ালসামাদের। তারপর হায়দরাবাদ দলের জার্সিতে জয়সূচক গোলটি করে যান আন্দ্রেই আলবা। তারপর আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি জামশেদপুর এফসির পক্ষে। যারফলে এগিয়ে থেকেও পরাজিত হতে হল একবারের শিল্ড জয়ীদের। দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ খালিদ জামিল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা যথেষ্ট হতাশাজনক ফলাফল। যা একেবারেই ভালো নয়। ওরা জয়ের যোগ্য। আমরা খুব ভালো খেলিনি কারণ আমার মনে হয় এদিন দলগত মনোভাব ছিল না। তাই, ম্যাচ জুড়ে অনেক ভুল ছিল। আমাদের ভুলগুলো শুধরে আবার ঘুরে দাঁড়াতে হবে।”

তবে দল যে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে সেই নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। এই প্রসঙ্গে খালিদ জামিল বলেন, “নিজেদের ভুল গুলো শুধরে নিয়ে আশা করি পরের ম্যাচ থেকেই আমাদের দল ঘুরে দাঁড়াবে। এই মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করবে।”