আলবার গোলে বাজিমাত! বহুদিন পর ঘরের মাঠে জয় হায়দরাবাদের

ইন্ডিয়ান সুপার লিগে ফের জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সূচি অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যায় গাছিবাউলি স্টেডিয়ামে নিজেদের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল নিজামের শহরের…

Hyderabad FC 3-2 Win Over Jamshedpur FC

ইন্ডিয়ান সুপার লিগে ফের জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সূচি অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যায় গাছিবাউলি স্টেডিয়ামে নিজেদের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। পূর্ণ সময় শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। এদিন হায়দরাবাদের হয়ে গোল করে যান যথাক্রমে মহম্মদ রফিক, জোসেফ সানি এবং আন্দ্রেই আলবা। অপরদিকে, জামশেদপুর দলের হয়ে জোড়া গোল করেন জাভি হার্নান্দেজ।

কিন্তু শেষ রক্ষা হয়নি। জাভি হার্নান্ডেজ চোট পাওয়াটা নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছিল প্রতিপক্ষ ফুটবলারদের। তারপর একটি মাত্র গোলের ব্যবধানে ম্যাচ জয়। বর্তমানে ইমামি ইস্টবেঙ্গলের থেকে একটি মাত্র পয়েন্টে পিছিয়ে রয়েছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। ‌বলাবাহুল্য, গত মোহনবাগান ম্যাচের পর থেকেই অনবদ্য ছন্দে ধরা দিয়েছে হায়দরাবাদ এফসি। পরবর্তী ম্যাচগুলিতে এফসি গোয়ার পাশাপাশি শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে ও আটকে দিয়েছিল এডমিলসন কোরিয়ারা। তারপর বৃহস্পতিবার ঘরের মাঠের এই ম্যাচ।

   

সেই নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন দলের সকল ফুটবলাররা। কিন্তু জামশেদপুর এফসি যে সহজ দল নয় সেটা নতুন করে বোঝার অপেক্ষা ছিল না কারুর কাছেই। সেই অনুযায়ী নিজেদের একাদশ সাজিয়েছিলেন শামিল চেম্বাকাথ। এক্ষেত্রে প্রথম থেকে কিছুটা রক্ষণাত্মক মেজাজে খেলতে দেখা গেলে ও সুযোগ বুঝে আক্রমণে উঠতে ছাড়েননি হায়দরাবাদের ফুটবলাররা। যারফলে প্রথম কোয়ার্টারের শেষের দিকেই চলে আসে গোল। সেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকলের। তবে জামশেদপুর এফসি যসহজে ছেড়ে দেওয়ার দল নয়। দ্বিতীয় কোয়ার্টার থেকেই আক্রমণের ব্যাপক চাপ বাড়াতে শুরু করে শিল্প নগরীর এই ফুটবল ক্লাব।

তারপর প্রথমার্ধের কিছু সময়ের মধ্যেই জোড়া পেনাল্টি আদায় করে নেয় খালিদ জামিলের ছেলেরা। সেখান থেকেই টানা দুইবার গোল করে এগিয়ে দেন হার্নান্দেজ। যারফলে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে গিয়েছিল জামশেদপুর। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকেই আরও চাপ বাড়ায় হায়দরাবাদ। তারপর ৬৯ মিনিটের মাথায় সানির গোল। সমতায় ফেরে অ্যালেক্স সাজিদের দল। পরবর্তীতে ব্যবধান বাড়াতে তৎপর হয়ে ওঠে জামশেদপুর। সেই সুযোগ কাজে লাগিয়েই প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে যান আলবা।