ফের মেট্রোয় ঝাঁপ! কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত ব্যহত পরিষেবা, ভোগান্তি যাত্রীদের

কলকাতা: ফের মেট্রোর সামনে ঝাঁপ৷ আত্মহত্যার চেষ্টা কবি নজরুল মেট্রো স্টেশনে। তার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (ব্লু লাইন) লাইনে বিপর্যস্ত মেট্রো পরিষেবা। জানা…

Metro

কলকাতা: ফের মেট্রোর সামনে ঝাঁপ৷ আত্মহত্যার চেষ্টা কবি নজরুল মেট্রো স্টেশনে। তার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (ব্লু লাইন) লাইনে বিপর্যস্ত মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, বিকেল ৪টে ২৮ মিনিট নাগাদ এই আত্মহত্যার ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়৷ শুরু হয় উদ্ধার কাজ। যার জেরে আপাতত বন্ধ রয়েছে কবি সুভাষ থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তমকুমার) স্টেশন পর্যন্ত পরিষেবা৷ চরম ভোগান্তিতে যাত্রীরা৷ (metro servie disrupts due to suicide attempt)

আপ-ডাউন দুই লাইনের পরিষেবাই ব্যাহত metro servie disrupts due to suicide attempt

এই ঘটনার জেরে আপ এবং ডাউন দুই লাইনের পরিষেবাই ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। মেট্রো না-পাওয়ায় স্টেশনে স্টেশনে বাড়তে শুরু করেছে যাত্রীদের ভিড়৷ এই সময় সাধারণত অফিস ফেরত যাত্রীদের ভিড় হয়৷ তাঁরা অত্যন্ত সমস্যায় পড়েছেন। অনেকেই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাস-ট্যাক্সি ধরে গন্তব্যে যাওয়া চেষ্টা করছেন। পরিষেবা স্বাভাবিক হতে আর কতক্ষণ লাগবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না মেট্রো কর্তৃপক্ষও।

   

মেট্রোর পদক্ষেপ metro servie disrupts due to suicide attempt

মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা আকছাড়৷ যা নিয়ে উদ্বেগে রয়েছে মেট্রো কর্তৃপক্ষও। কেন মেট্রো কর্তৃপক্ষের তরফে এই ধরনের ঘটনা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? প্রশ্ন তুলেছেন যাত্রীরা৷ যদিও লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার থামাতে সম্প্রতি কালীঘাট স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে কিছু গার্ডরেল পাকাপাকি ভাবে বসানো হয়েছে৷ তবে যাত্রীদের অভিযোগ, দু’টি গার্ডরেলের মধ্যে যে ব্যবধান রয়েছে, তাতে কর্তৃপক্ষের উদ্দেশ্য সফল হবে কিনা সন্দেহ রয়েছে৷