নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৯ তম জন্মদিন উপলক্ষে কলকাতার কালচিনির সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই দিনটিকে স্মরণ করে নেতাজির অবদান ও তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন আবারও দাবি করেছেন, “নেতাজি চক্রান্তের শিকার।” তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্রের কাছে নেতাজির গোপন ফাইল প্রকাশের দাবি তুলেছেন।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “নেতাজিই আমাদের শিখিয়েছিলেন, সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলতে। সবার কথা ভাবতে।” এর পরেই তিনি শঙ্কিত হয়ে বলেন, “যিনি সবার কথা ভেবেছেন, সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন, এত লড়াই করেছেন, তিনি কোথায় হারিয়ে গেলেন? আর খুঁজেই পেলাম না।” মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরো জানান, “জন্মদিন জানি, মৃত্যুদিন জানি না। ভাবলেই দুঃখ হয় যে, ওনার সঙ্গে কী হয়েছে জানতেই পারলাম না।”
এদিন, রাজ্য সরকার ৬৪টি ফাইল প্রকাশ করার কথা ঘোষণা করে। কিন্তু তিনি এও জানালেন, কেন্দ্রীয় সরকার এখনও কেন নেতাজি সংক্রান্ত গোপন ফাইলগুলো প্রকাশ্যে আনছে না, সেই প্রশ্ন তুললেন তিনি। মমতার দাবি, কেন্দ্রের ক্ষমতায় আসার আগে, নরেন্দ্র মোদি একাধিকবার নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করার কথা বলেছিলেন। কিন্তু এখন ক্ষমতায় এসে, জাতীয় নিরাপত্তা এবং বিদেশ নীতির অজুহাতে সেই ফাইলগুলো প্রকাশ করেনি। তিনি মনে করিয়ে দেন, রাজ্য ইতোমধ্যেই ৬৪টি ফাইল প্রকাশ করেছে এবং এর মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
এছাড়া, মমতা আরও কিছু পদক্ষেপের কথা জানান, যা রাজ্য সরকার নেতাজির স্মৃতিতে নিয়ে এসেছে। তিনি বলেন, “নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার জয় হিন্দ বাহিনী গঠন করেছে এবং আরও অনেক উদ্যোগ গ্রহণ করেছে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি শুধু সরকারের নয়, সমস্ত দেশের দায়িত্ব।
এদিনের এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির অন্তর্ধান রহস্যের বিষয়েও সরাসরি কেন্দ্রকে দুষলেন। তাঁর অভিযোগ, কেন্দ্র এই ফাইলগুলো প্রকাশ না করে জনগণের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে চায় না। তিনি বারবার এই দাবি করেন যে, নেতাজির জীবন ও মৃত্যুর পুরো তথ্য জনগণের সামনে আনা উচিত এবং তাঁর অবদানকে যথাযথভাবে সম্মান জানানো উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মাধ্যমে একটি নতুন বিতর্কের সূচনা হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ এবং নেতাজির গোপন ফাইল প্রকাশের দাবি জনমনে এক নতুন আলোচনা তৈরি করেছে।