সর্বোচ্চ উইকেট শিকারী অর্শদীপ, তালিকায় আর কে কে?

বুধবার ইডেনে এক নতুন মাইলফলক তৈরি করলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। আর দুই উইকেট নিলেই তিনি দেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট শিকারী হতেন। ছাপিয়ে যেতেন যুজবেন্দ্র…

সর্বোচ্চ উইকেট শিকারী অর্শদীপ, তালিকায় আর কে কে?

বুধবার ইডেনে এক নতুন মাইলফলক তৈরি করলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। আর দুই উইকেট নিলেই তিনি দেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট শিকারী হতেন। ছাপিয়ে যেতেন যুজবেন্দ্র চহালকে (Yuzvendra Chahal)। ইন্ডিয়া বনাম ইংল্যান্ড-এর (India vs England) খেলায় সেই ঘটনাই ঘটল। শূন্য রানে মাঠ ছাড়লেন ইংল্যান্ড-এর ফিল সল্ট ও বেন ডাকেট। অর্শদীপ এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট শিকারী খেলোয়াড়।

Advertisements

অর্শদীপের উইকেট সংখ্যা বর্তমানে ৯৭। ম্যাচ। শুরুর আগে তাঁর উইকেট ছিল ৯৫। ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এর আগে যুজবেন্দ্র চহালের ঝুলিতে ছিল ৯৬ উইকেট, যা তিনি ৮০টি ম্যাচে অর্জন করেছিলেন।

   

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পেস বোলার যশপ্রীত বুমরা সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও অর্শদীপ সিং ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী। আফগানিস্তানের ফজলহক ফারুকির সঙ্গে তিনি ৮টি ম্যাচে ১৭টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন।

ইডেনে অর্শদীপ ছিলেন ভারতের একমাত্র ফ্রন্টলাইন পেসার।

ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই ছিল ভারতের হাতে। প্রথম ওভারেই বিস্ফোরক ওপেনার ফিল সল্টকে প্যাভিলিয়নে পাঠিয়ে অর্শদীপ সিং ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড ছুঁয়ে ফেলেন, যা ছিল যুজবেন্দ্র চহালের। পরের ওভারেই বেন ডাকেটকে আউট করে চাহালের রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে বেশি উইকেট শিকারী হিসেবে রেকর্ড গড়েন অর্শদীপ।

তার জোড়া আঘাতের পর ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে আরও চাপে ফেলে ভারতীয় স্পিন ত্রয়ী। তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল দুটি উইকেট। রবি বিষ্ণোই যদিও কোনও উইকেট পাননি তবে তার আঁটসাট বোলিং ইংল্যান্ডের ব্যাটিংকে আরও কঠিন করে তোলে। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৩৩।

Advertisements

অন্যদিকে যে পিচে রান করতে হ্যারি ব্রুকদের ঘাম ঝরছিল, সেই পিচেই ব্রিটিশ বোলিং লাইন আপকে রীতিমতো বিধ্বস্ত করলেন অভিষেক। ওপেন করতে নেমে তিনি পুরোটা সময় তার বিধ্বংসী রুপ দেখালেন। মাত্র ৩৪ বলে ৭৯ রান করে যখন তিনি আউট হন তখন ভারতের জয় ছিল নিশ্চিত। ওপেন করতে নেমে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ২৬ রান, তিলক বর্মা ১৯ রান করে অপরাজিত থাকেন। ৪৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জয় নিশ্চিত করে ভারত।

ম্যাচের আগে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন গম্ভীর। সেই প্রিয় ইডেন আবারও জিজিকে নিরাশ করেনি। ইংল্যান্ডকে হারানোর পর ভারতীয় দলের হেডস্যর মাঠ ছাড়েন স্বস্তির হাসি নিয়ে।

ভারতীয় বোলারদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেটঃ-
অর্শদীপ সিং – ৯৭* উইকেট ৬১ ম্যাচে
যুজবেন্দ্র চহাল – ৯৬ উইকেট ৮০ ম্যাচে
ভুবনেশ্বর কুমার – ৯০ উইকেট ৮৭ ম্যাচে
যশপ্রীত বুমরা – ৮৯ উইকেট ৭০ ম্যাচে
হার্দিক পান্ডিয়া – ৮৯ উইকেট ১০৯ ম্যাচে