আলিপুরদুয়ার: বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে বন দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বন দফতরের একাধিক কাজে অসন্তুষ্ট তিনি৷ রাজাভাতখাওয়ায় ঢোকার জন্য পর্যটকদের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনাতেও ক্ষুব্ধ তিনি৷ কেন টাকা নেওয়া হবে? প্রশ্ন তাঁর৷ অবিলম্বে এই নিয়ম বদলাতে হবে বলেও নির্দে দেন তিনি৷ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘‘বন দফতর নিজেদের কী যে ভাবে, ভগবানই জানে! নিজেদের মতো পরিকল্পনা করে নিচ্ছে৷’’ (mamata banerjee angry with forest department)
ভাষায় আপত্তি মমতার mamata banerjee angry with forest department
বনদফতর যে ধরনের ভাষা ব্যবহার করছে, তাতেও ঘোরতর আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রীর৷ তিনি বলেন, আমি যে গেস্ট হাউজে আছি তার একটা ছবি তুলে আনলাম৷ তার দেওয়ালে লেখা রয়েছে, ‘পাচারকারীদের গুলি করে মারা হবে৷’ এটা কেমন ল্যাঙ্গুয়েজ৷ প্রশ্ন মুখ্যমন্ত্রীর৷ তিনি বলেন, ‘আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা বলা হোক।’
বন দফতরের উদ্দেশে মুখ্যমন্ত্রী আরও বলেন,‘‘ অনেকেই বুঝতে না পেরে ভুল করে ফরেস্টের রাস্তায় ঢুকে পড়েন। আপনারা তাঁদের বিরুদ্ধে খুব স্ট্রং অ্যাকশন নেন কখনও কখনও। যা সাধারণ মানুষের একেবারেই না-পসন্দ৷’’ তাঁর হুঁশিয়ারি, মনে রাখবেন বন-জঙ্গলের প্রতি মানুষেরও অধিকার আছে৷ সকলকে নিয়েই চলতে হয়৷
আলিপুরদুয়ারে সমস্যার মুখে পর্যটকরা mamata banerjee angry with forest department
অভিযোগের তালিকা আরও দীর্ঘ৷ মুখ্যসচিব জানান, অনেক সময় আলিপুরদুয়ারে পিকনিক করতে এসেও বাধার মুখোমুখি হতে হয় অনেককে৷ তিনি বলেন, এভাবে পর্যটকদের বাধা দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী ধমক দিয়ে বলেন, ‘‘এভাবে তো আপনারা কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। লোকে তো আপনাদের চেনে না। দায় আমাদের উপরে চলে আসে৷ আমরা তো ছেড়ে কথা বলব না৷’’
West Bengal: West Bengal CM Mamata Banerjee expresses dissatisfaction with the Forest Department’s actions in Alipurduar. She questions the fees charged to tourists and demands immediate changes. Read more about her concerns and directives.