জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানিয়েছে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সই করেছেন একাধিক নির্বাহী আদেশে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পথ কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
ট্রাম্পের এই আদেশেই মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী তথা প্রবাসী ভারতীয় বংশোদ্ভুতদের মাথায় আকাশ ভেঙে পড়তে চলেছে। বিশ্লেষণে উঠে আসছে কমপক্ষে ১৬ লাখ ভারতীয় বংশোদ্ভুতকে মার্কিন মুলুক ছাড়তে হবে।
বিবিসি জানিয়েছে,জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক আদেশে ট্রাম্পের সই ঘিরে বিশ্ব জুড়ে চাঞ্চল্য। বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের কয়েকটি প্রজন্ম আমেরিকায় থাকেন।
ফক্স নিউজ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ১৫০ বছরের বেশি সময় ধরে চালু থাকা অভিবাসন নীতির সংশোধন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়াক বিশেষ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এতদিন যে অভিবাসন নীতি চলেছে সেই নিয়ম অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানায় জন্ম নেওয়া যে কোনও শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। ওই শিশুর বাবা ও মা যে অন্য দেশের নাগরিক যহলেও জন্ম নেওয়া শিশু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে বিবেচিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সংরক্ষিত। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সেই আইনটি অকার্যকর হবে।
বিবিসি’র খবর ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আদমশুমারি তথ্যে তথ্য উল্লেখ করে পিউ রিসার্চ ইনস্টিটিউট জানান, প্রায় ৪৮ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বসবাস করেন। এদের মধ্যে প্রায় ১৬ লাখ বা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে। তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। এই ১৬ লাখ মার্কিনি-ভারতীয় এবার কি ভারতের পথে?
ভারতের পক্ষে লাখ লাখ প্রবাসী মার্কিনি ভারতীয় বংশো়দ্ভুতদের দেশে রাখা বড়সড় আর্থিক চাপ বলে বিশ্লেষণে উঠে আসছে। (Donald Trump’s order to revoke the birthright citizenship of 1.6 million people of Indian origin)