মার্কিন মুলুকে চিহ্নিত ১৮০০০ ভারতীয়! অবৈধ অভিবাসীদের ফেরাতে সায় নয়াদিল্লিরও

ওয়াশিংটন: দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক নির্বাহী অর্ডারে স্বাক্ষর করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এই সব নির্বাহী অর্ডারের…

18 thousand indians identified as illegal migrants in us

ওয়াশিংটন: দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক নির্বাহী অর্ডারে স্বাক্ষর করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এই সব নির্বাহী অর্ডারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল বার্থরাইট সিটিজেনশিপ। অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে তাড়াতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন৷ এতে সমস্যায় পড়েছে প্রচুর ভারতীয়ও৷ কারণ, এ দেশের বহু মানুষ বিনা নথিতে আমেরিকায় বসবাস করছেন। সেই সব ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে নয়াদিল্লিও৷ 

Advertisements

‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত এবং আমেরিকা সরকার সম্মিলিত ভাবে সে দেশে বসবাসকারী প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে। যাঁদের ভারতে ফেরত পাঠাতে উদ্যত ওয়াশিংটন। এই সকল অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর ক্ষেত্রে সায় রয়েছে নয়া দিল্লিরও। রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে সবার আগে রয়েছে মেক্সিকো৷ দ্বিতীয় স্থানে রয়েছে এল সালভাদর। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়েরা। সমীক্ষক সংস্থার অবশ্য দাবি, প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বসবাস করছেন।

   

অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠাতে আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। উদ্বেগে রয়েছেন ভারতীয়রাও৷ ‘ব্লুমবার্গ’-এর রিপোর্টে বলা হয়েছে, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে ওয়াশিংটনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকারও। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত সরকার যে কাজ করতে প্রস্তুত, সেটি বুঝিয়ে দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 

Advertisements

আমেরিকায় অবৈধ ভাবে বসবাসকারী ভারতীয়ের সংখ্যা ১৮০০০ কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি ভারত৷ তবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটা স্পষ্ট করে দিয়েছেন যে, অবৈধ অভিবাসন রুখতে দু’দেশই উদ্যত৷ এই বিষয়ে পদক্ষেপ করাও শুরু হয়েছে৷