ছুটি কাটিয়ে ফের ফিরবে শীত! সপ্তাহান্তেই হাওয়া বদল, আপডেট হাওয়া অফিসের

কলকাতা: ভরা মাঘে উধাও শীত। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপটে একেবারেই ধুলিস্যাৎ কনকনে শীতের আমেজ৷ আগামী তিনদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর…

west bengal weather update

কলকাতা: ভরা মাঘে উধাও শীত। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপটে একেবারেই ধুলিস্যাৎ কনকনে শীতের আমেজ৷ আগামী তিনদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ তবে কি শীতের বিদায় বেলা এসে গেল? না, তেমনটা কিন্তু বলা যাচ্ছে না৷ কারণ, ফের ব্যাট হাতে ক্রিজে নামবে শীত৷ এখনও কিছুটা বাকি শীতের ঝোড়ো ইনিংসের৷ তেমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের৷ 

চড়বে পারদ west bengal weather update

আগামী দু’দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে সপ্তাহান্তে ফের ফিরবে শীত৷ শনিবার থেকেই দেখা যাবে তাপমাত্রার পতন৷  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ তবে উত্তরের আবহাওয়া থাকবে সম্পূর্ণ ভিন্ন৷ দার্জিলিং-এর পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ হতে পারে তুষারপাতও৷ আজ, বুধবার উত্তরের জেলাগুলিতে বেশ কুয়াশার দাপট থাকবে৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশা থাকবে৷ 

   

কুয়াশার বাড়বাড়ন্ত west bengal weather update

দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উপকূলরবর্তী ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে৷ কুয়াশা থাকবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়৷ 

সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা৷ বুধবার থেকে সব জেলাতেই তাপমাত্রার পারদ চড়বে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷৷ রাতের পারদ অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মতো৷