২০২৩-২৪ আই লিগ শিরোপা জিতে দেশের এক নাম্বার লিগে স্থান পায় কলকাতা ময়দানের তৃতীয় প্রধান। বকেয়া বেতনের দাবিতে ফের বিদ্রোহ ঘোষণা মহমেডান স্পোর্টিংয়ের ফুটবলারদের। সোমবার থেকে যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু করার কথা ছিল কোচ আন্দ্রে চের্নিশভের। কিন্তু অনুশীলনে যোগ দিলেন শুধু সদ্য যোগ দেওয়া পাঁচ ফুটবলার— রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, মহীতোষ রায়, মনবীর সিংহ ও সাচু সিবি।
বেতনের দাবিতে মহমেডান ফুটবলারদের অসন্তোষ দীর্ঘ দিন ধরেই চলছে। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ফুটবলাররা অনুশীলন বয়কট করে ড্রেসিংরুমে বসেছিলেন। মহমেডান ফুটবলারদের অভিযোগ প্রত্যেকেরই দু’মাসেরও বেশি বেতন বকেয়া রয়েছে, এমনকি দিতে পারছেন না অ্যাপার্টমেন্টের ভাড়াও।
নিজেদের তরফ থেকে সবকিছু স্পষ্ট রাখতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে শ্রাচী স্পোর্টস কর্তৃপক্ষ। সেখানে বলা হয় ক্লাবের মোট ৬৩ শতাংশ শেয়ার ৩১.৫ শতাংশ হারে বাঙ্কারহিল ও তাদের মধ্যে ভাগ করা রয়েছে। বাকি ৩৯ শতাংশ আছে ক্লাবের হাতে।
চুক্তির শর্ত মোতাবেক মোট প্রদেয় অর্থের ৫০ শতাংশ ইতিমধ্যে বিভিন্ন খাতে বরাদ্দ করে ফেলেছে শ্রাচী। সূত্রের খবর, অঙ্কের হিসেবে যার পরিমাণ কমপক্ষে ৪৮ লক্ষ টাকা। অথচ এরপরেও ন্যূনতম শেয়ার ক্লাব কর্মকর্তারা তাদের দেয়নি। তার ওপর ক্লাবের সঙ্গে স্বাক্ষরিত ‘মউ’ চুক্তিটির মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একই কাণ্ড মূল বিনিয়োগকারী সংস্থা বাঙ্কারহিলের সঙ্গেও ঘটেছে। তাদেরও কোনও প্রতিশ্রুত শেয়ার প্রদান করেনি মহামেডান। যার ফলে তাদের হাত-পা বাঁধা বলে জানিয়েছে শ্রাচী স্পোর্টস কর্তৃপক্ষ। যদিও গোটা ইস্যুতে ভুক্তভোগী ফুটবলারদের প্রতি সহানুভূতি জানিয়েছে তারা।
উল্লেখ্য বকেয়া টাকা হাতে না আসায় সমস্যায় রয়েছে মডামেডান খেলোয়াড়েরা। দু’মাসের বেতন বাকি। এদিকে হাতে টাকা নেই। অনেকে অ্যাপার্টমেন্টের ভাড়া পর্যন্ত মেটাতে পারছেন না। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি বয়কট করেন বেশিরভাগ ফুটবলাররা । আজ জিম সেশনেও আসেননি তাঁরা। ক্লাবের কর্মকর্তারা বৈঠক ডেকেছিলেন কিন্তু সেখানেও গড়হাজির সকলে।
অন্যদিকে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়নশিপের জন্য বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি-র ম্যাচটি হবে আগামী ১৩ ই ফেব্রুয়ারি। নরহরি শ্রেষ্ঠরা মহমেডানের বিরুদ্ধে খেলবেন ১৮ ই ফেব্রুয়ারি।