অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার পর আজ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়ে নিজেদের শক্তিশালী প্রমাণ করল তারা। এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে সুপার সিক্সের টিকিটও নিশ্চিত করে ফেলেন ভারতীয় মহিলা দল।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের অধিনায়ক নিকি প্রসাদ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় বোলাররা শুরু থেকেই দাপুটে পারফর্ম করেন। মালয়েশিয়াকে মাত্র ৩১ রানে অল আউট করে। এরপর ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র ২.৫ ওভারে বিনা উইকেট হারিয়ে জয় লাভ করে।
মালয়েশিয়ার হয়ে ওপেন করতে নেমে সর্বোচ্চ ৫ রান করেন নূরব আলিয়া বিন্তি হাইরুন। তিন নম্বরে ব্যাট করতে নেমে নাজাতুলও ৫ রান করেন। এছাড়া চার জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।
ভারতীয় ব্যাটসম্যান গঙ্গাদি তৃষা ১২ বলে অপরাজিত ২৭ রান করে ম্যাচের সেরা পারফরম্যান্স দেখান। যেখানে তিনি ৫টি চার মারেন। জি কমলিনী ৫ বলে ৪ রান করেন। ১০৩ বল বাকি থাকতেই ভারত ১০ উইকেটে জয় নিশ্চিত করে।
এর আগে বাংলাদেশকে পরাজিত করে এশিয়া কাপ জয়ী ভারতীয় মহিলা দল এবার বিশ্বকাপে দারুণ শুরু করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।