তিলোত্তমা হত্যার রায় বের হয়েছে। এই রায়ের প্রতিক্রিয়ায় CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন,আরজি কর কাণ্ডে মিথ্যার বেসাতি হল। (CPIM State Secretary’s reaction after verdict in RG Kar Hospital doctor rape and murder case)
মহম্মদ সেলিম বলেন, আন্দোলন ভাঙতে হাসপাতালে ভাঙচুর কেন? মিথ্যা মামলায় জড়ানো হল যুবদের। মুখ্যমন্ত্রী মিথ্যাচারী। কেন সন্দীপ ঘোষ্কে সাস্তি দেওয়া যাবে না? কেন পুলিশের বিরুদ্ধে তদন্ত হবে না? উত্তর আমাদের চাই।
উল্লেখ্য তিলোত্তমার বিচার চাই আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিল সিপিআইএম ও দলটির ছাত্র-যুব সংগঠন। বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে চলেছিল আন্দোলন। পাশাপাশি অরাজনৈতিক আন্দোলন চলে।
আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালত৷ সঞ্জয়ের সাজা ঘোষণার সময় বিচারক বলেন, “আমি মনে করি এটি বিরলের মধ্যে বিরলতম নয়। সেজন্য আমি আপনাকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছি৷ ”
দলীয় মু়খপত্র ‘গণশক্তি’-কে দেওয়া সাক্ষাৎকারে সেলিম বলেন, ‘দক্ষিণপন্থার উত্থান মানেই এই মিথ্যার বেসাতি’।সোমবার মৌলালি যুবকেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক।
সেলিম বলেছেন, একজন পুলিশ অফিসার অন্যের উর্দি পরে হাজির হয় কেন? কাকে বাঁচানোর জন্য। কেন ১৪ আগস্ট হামলা কেন। তার তদন্ত হলো না কেন? তখন তো সঞ্জয় জেলে। সত্য কেউ বললে এই কলকাতা পুলিশ ঢেকে দেয়। আর মিথ্যা বললে তার জন্য প্রচারের ব্যবস্থা করে। মিথ্যার বেসাতি চলছে। দক্ষিণপন্থার উত্থান মানেই তাই। আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে।