প্রয়াগরাজ: তিনি এখন মার্কিন মুলুকের বাসিন্দা৷ তবে দেশের সংস্কৃতি ভুলে যাননি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া৷ তাঁর স্বামী নিক জোনাসও এই ক’বছরে পুরোদস্তুর ‘সংস্কারি জামাই’ হয়ে উঠেছেন। লক্ষ্মীপুজো, শিবরাত্রি থেকে হোলি- লস অ্যাঞ্জেলসের বাড়িতে ঘটা করে সবটাই পালন করা হয়। গত বছর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর সপরিবারে সেখানে পুজো দিতে গিয়েছিলেন দেশী গার্ল। এবার বিদেশ বিভুঁই থেকে উড়ে এলেন মহাকুম্ভে শামিল হতে৷ সোমবার প্রয়াগরাজে এলেন প্রিয়াঙ্কা৷
বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে প্রয়াগরাজে রয়েছেন। সোমবার, তিনি প্রয়াগরাজ থেকে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন যা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মিস ওয়ার্ল্ড তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রয়াগরাজের একটি দৃশ্য শেয়ার করেছেন। তাঁর এই সফর নিয়ে গুঞ্জন উঠেছে যে, তিনি ২০২৫ সালের মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে প্রয়াগরাজে এসেছেন, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি৷
সম্প্রতি, প্রিয়াঙ্কা চোপড়াকে হায়দ্রাবাদ বিমানবন্দরে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে৷ ভারতীয় সিনেমায় তাঁর প্রত্যাবর্তন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে৷ কানাঘুষো বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি এবং দক্ষিণী তারকা মাহেশ বাবুর সঙ্গে একটি বড় প্রকল্পে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা৷
এরই মধ্যে সোমবার সাত সকালেই প্রয়াগরাজে যাওয়ার পথে রাস্তাঘাটের ভিডিয়ো ক্যামেরাবন্দি করে ইনস্টা স্টোরিতে শেয়ার করলেন নায়িকা৷ ভিডিয়োয় শোনা যাচ্ছে মকরসংক্রান্তির স্পেশাল গান। ওই ভিডিয়ে দেখেই ভক্তদের অনুমান, ২০২৫ সালের মহাকুম্ভে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ তবে এবার আর স্বামী নিক তাঁর সঙ্গে আসেননি৷ একাই দেশে ফেরেছেন ‘দেশি গার্ল’৷
১৪৪ বছর পর মহাকুম্ভে মহাযোগ তৈরি হয়েছে৷ প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে ভিড় জমিয়েছেন লাখো পুর্ন্যার্থী৷ এসেছেন সাধু-সন্তরা৷ ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে উঠেছে বিশাল এক অস্থায়ী নগরী। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগে চলবে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় এই সমাবেশ।