বিগত কয়েক মরসুম ধরেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি ময়দানের এই প্রধানের। চলতি সিজনে ও বজায় রয়েছে সেই একই ধারা। ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরেছে মোহনবাগান। একটা সময় পয়েন্ট টেবিলের কিছুটা নিচে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। বর্তমানে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান।
Also Read | আনোয়ার ইস্যুর পর আই লিগ নিয়ে ফেডারেশনকে নিশানা বাজাজের
বলতে গেলে এবার ও লিগশিল্ড জয়ের দৌড়ে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে বাগান শিবির। সেই ধারা বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য জোসে মোলিনার ছেলেদের। আগামী মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলতে নামবে শুভাশিস বসুরা। এই ম্যাচ থেকেও সহজ জয় ছিনিয়ে নেওয়াই এখন প্রধান লক্ষ্য সকল ফুটবলারদের। তবে এক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাহাল আব্দুল সামাদকে হয়তো মাঠে পাবে না গতবারের শিল্ড জয়ীরা। বলাবাহুল্য, বিগত কয়েকদিন ধরেই চোটের সমস্যার ভুগছেন জাতীয় দলের এই মিডফিল্ডার।
Also Read | বড়ো জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল
যারফলে, গত জামশেদপুর ম্যাচে তাঁকে তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেননি বাগান কোচ। তবে সময়ের সাথে সাথেই চোখ সমস্যা কাটিয়ে ম্যাচ ফিট হয়ে উঠছেন এই তারকা। জামশেদপুর থেকে দল শহরে ফেরার পর গত রবিবার সকাল থেকেই চেন্নাইয়িন বধের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান শিবির। এক্ষেত্রে খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেসের দিকেই বাড়তি গুরুত্ব দিতে দেখা যায় জোসে মোলিনাকে। তবে এদিন ও মূলত সাইড লাইনেই নিজেকে প্রস্তুত করতে থাকেন সাহাল আব্দুল সামাদ।
Also Read | ম্যাচ হেরে কি সাফাই দিলেন ইস্টবেঙ্গল কোচ? জানুন
তবে তিনি একানন। একইভাবেই সাইডলাইনে প্রস্তুতি নিতে থাকেন দলের আরেক তারকা ফুটবলার আশিক কুরুনিয়ান। যারফলে চেন্নাইয়িন ম্যাচে ও তাঁদের মাঠে পাবে না দল। এক্ষেত্রে নিজেদের পরিকল্পনা সামান্য বদল এনে তিন পয়েন্ট ছিনিয়ে আনার লক্ষ্য থাকবে বাগানের আইএসএল জয়ী কোচের।