ওয়াশিংটন: আজ, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেক্রেটারি পদে শপথ গ্রহণ করবেন জেডি ভ্যান্স। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস৷ শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল জাঁকজমকের আয়োজন করা হয়েছে৷ যা মার্কিন ইতিহাসে নজির বলা যেতে পারে৷ আমন্ত্রিতের তালিকাও বেশ দীর্ঘ৷
দ্বীতিয়বার মার্কিন মসনদে ট্রাম্প
এই নিয়ে দ্বীতিয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ট্রাম্প৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে তাবড় তাবড় ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি-নীতা আম্বানির মতো ব্যক্তিত্ব৷ আমন্ত্রণ জানানো হয়েছে, ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ৷ চিনের সঙ্গে আমেরিকার তিক্ততা সত্ত্বেও, আমন্ত্রণ পাঠাতে ভোলেননি ট্রাম্প। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং৷
আমন্ত্রিত আম্বানি
রবিবার ট্রাম্পের প্রাক শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন সস্ত্রীক মুকেশ আম্বানি৷ প্রাক শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ১০০ জন বিশেষ অতিথির মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ে আম্বানি পরিবার। গত ১৮ জানুয়ারি আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন তাঁরা। আজ, ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানেও থাকবেন তাঁরা৷ শপথগ্রহণের পর হবে নৈশভোজ৷ ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রচুর অর্থ ঢেলেছে সেদেশের শিল্পপতি ও উদ্যোগপতিরা। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠেছে রাজধানী-সহ গোটা দেশ।
আমন্ত্রিত কারা
এদিন আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলি, ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, এল সালভাডোরের প্রেসিডেন্ট নায়েব বুকেল, ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, পোল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েক এবং ব্রিটেনের ডানপন্থী দলের নেতারা নাইজেল পারাজ৷
আমন্ত্রিতের তালিকায় রয়েছে ধনকুবেররাও৷ ভারতের আম্বানি পরিবার ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে টেসলা-স্পেসএক্স-এর ইলন মাস্ক, মেটার মার্ক জুকারবার্গ, অ্যাপেলের টিম কুক, ওপেনএআই-এর স্যাম অল্টম্যানকেও৷