গত কয়েক মরসুম ধরেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের হয়ে খেলে আসছেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। সময় যত এগোনোর সাথে সাথেই বাগান জনতার নয়নের মনি হয়ে উঠেছেন এই অস্ট্রেলিয়ান তারকা। ডুরান্ড কাপ জয় হোক কিংবা আইএসএল। প্রতিটি ক্ষেত্রেই দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই দাপুটে ফুটবলার। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করানোর ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছেন এই তারকা। যারফলে অনায়াসেই তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।
বলাবাহুল্য, চলতি ফুটবল মরসুমে ও তাঁর সক্রিয়তা যথেষ্ট খুশি করেছে বাগান সমর্থকদের। হুয়ান ফেরেন্দো থেকে শুরু করে আন্তোনিও লোপেজ হাবাস হোক কিংবা বর্তমান কোচ জোসে মোলিনা। সময়ের সাথে সাথে দলের কোচ বদল হলেও একটুও কমেনি এই তারকা ফুটবলারের সক্রিয়তা। বিশেষ করে দলের হাইভোল্টেজ ম্যাচের ক্ষেত্রে কোচের অন্যতম পছন্দ এই অস্ট্রেলিয়ান তারকা। যার উপস্থিতি নিঃসন্দেহে বদলে দিতে পারে একটা গোটা ম্যাচ। তাই প্রত্যেক সিজনে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলার সবুজ-মেরুন জার্সিতে নিজের জাত চিনিয়ে আসলেও দিমিত্রি পেত্রাতোসকে আলাদাই উন্মাদনা দেখা দেয় সমর্থকদের মধ্যে।
যেটা নিঃসন্দেহে খুশি করেছে এই তারকা ফুটবলারকে। যারফলে ম্যাচের দিন ছাড়াও এর আগে বেশ কয়েকবার ক্ষুদে সমর্থকদের সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছিল দিমিত্রি পেত্রাতোসকে। তিনি একানন। বিভিন্ন সময়ের বাগানের আরও একাধিক ফুটবলারদের দেখা গিয়েছিল সমর্থকদের সঙ্গে ফুটবল মাঠে। এবার ও সেই ছবি। তবে এবার দিমি একানন। দত্তাবাদের ফুটবল মাঠে নিজের দুই সন্তানকে নিয়ে ফুটবলে মাতলেন এই হাইপ্রোফাইল ফুটবলার। রবিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল সাইট থেকেই সেই সংক্রান্ত বেশ কয়েকটি ছবি আপলোড করেন বাগান দলের এই তারকা।
View this post on Instagram
যেখানে তাঁর দুই সন্তান তথা ভ্যাঞ্জেলি এবং ক্রিশ্চিয়ানের একটি ছবি আপলোড করার পাশাপাশি দত্তাবাদের ক্ষুদে বাগান সমর্থকদের একটি ছবি আপলোড করেন পেত্রাতোস। যেখানে তাঁদের সঙ্গে নিয়ে কলকাতার প্রথম স্ট্রিট ফুটবল খেলার কথা উঠে আসে দিমির তরফে। সেই নিয়ে যথেষ্ট খুশি বাগান সমর্থকরা।