খো খো বিশ্বকাপের ফাইনালে ভারত, অপ্রতিরোধ্য পুরুষ ও মহিলা দল

  উদ্বোধনী খো খো বিশ্বকাপে (Kho Kho World Cup) ভারতের (India Kho Kho team) স্বপ্নের দৌড় জারি। শুধু ছেলেদের বিভাগেই নয়, বরং মেয়েদের বিভাগেও তরতরিয়ে…

india kho kho world cup 2025
 
উদ্বোধনী খো খো বিশ্বকাপে (Kho Kho World Cup) ভারতের (India Kho Kho team) স্বপ্নের দৌড় জারি। শুধু ছেলেদের বিভাগেই নয়, বরং মেয়েদের বিভাগেও তরতরিয়ে ছুটছে ভারতের বিজয় রথ। ভারতের ছেলে ও মেয়েদের দল খো খো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল অনায়াসে। ভারতের সার্বিক পারফর্ম্যান্সের দিকে তাকালে দ্বিমুকুট জয়ের বিষয়ে আশাবাদী হওয়াই যায়। অর্থাৎ, ছেলে ও মেয়েদের উভয় বিভাগেই ভারতের খো খো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।

খো খো বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ছেলেরা দাপটের সঙ্গে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচের ফল ভারতের অনুকূলে ৬২-৪২। এর আগে ভারত ১০০-৪০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। ফাইনালে ভারতের লড়াই প্রতিবেশী দেশ নেপালের বিরুদ্ধে।

খো খো বিশ্বকাপের অপর সেমিফাইনালে নেপালের ছেলেরাও দাপুটে জয় তুলে নেয়। তারা কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় ইরানকে। ছেলেদের বিভাগের সেমিফাইনালে নেপাল ৭২-২০ ব্যবধানে ইরানকে পরাজিত করে এবং খেতাবি লড়াইয়ের টিকিট পকেটে পুড়ে নেয়।

   

খো খো বিশ্বকাপের মেয়েদের বিভাগের সেমিফাইনালেও ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রেও দক্ষিণ আফ্রিকাকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় ভারতীয় দল। ভারত সেমিফাইনালের লড়াই জেতে ৬৬-১৬ ব্যবধানে। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের বিভাগেও খেতাবি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ নেপাল।

খো খো বিশ্বকাপের মেয়েদের বিভাগের অপর সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষ ছিল উগান্ডা। নেপাল এক্ষেত্রেও বিরাট জয় তুলে নেয়। সেমিফাইনালে নেপালের মেয়েরা ৮৯-১৮ ব্যবধানে পরাজিত করে উগান্ডাকে এবং সেই সুবাদে ফাইনালের টিকিট নিশ্চিত করে।