খো খো বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ছেলেরা দাপটের সঙ্গে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচের ফল ভারতের অনুকূলে ৬২-৪২। এর আগে ভারত ১০০-৪০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। ফাইনালে ভারতের লড়াই প্রতিবেশী দেশ নেপালের বিরুদ্ধে।
খো খো বিশ্বকাপের অপর সেমিফাইনালে নেপালের ছেলেরাও দাপুটে জয় তুলে নেয়। তারা কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় ইরানকে। ছেলেদের বিভাগের সেমিফাইনালে নেপাল ৭২-২০ ব্যবধানে ইরানকে পরাজিত করে এবং খেতাবি লড়াইয়ের টিকিট পকেটে পুড়ে নেয়।
খো খো বিশ্বকাপের মেয়েদের বিভাগের সেমিফাইনালেও ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রেও দক্ষিণ আফ্রিকাকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় ভারতীয় দল। ভারত সেমিফাইনালের লড়াই জেতে ৬৬-১৬ ব্যবধানে। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের বিভাগেও খেতাবি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ নেপাল।
খো খো বিশ্বকাপের মেয়েদের বিভাগের অপর সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষ ছিল উগান্ডা। নেপাল এক্ষেত্রেও বিরাট জয় তুলে নেয়। সেমিফাইনালে নেপালের মেয়েরা ৮৯-১৮ ব্যবধানে পরাজিত করে উগান্ডাকে এবং সেই সুবাদে ফাইনালের টিকিট নিশ্চিত করে।