ভারতীয় রেল (Indian Railway) দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমাতে চেষ্টায় খামতি রাখে না। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। চক্রধরপুর ডিভিশনে চলমান উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেন সংক্ষিপ্ত রুটে চলবে এবং কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল।
ভারতীয় রেলের (Indian Railway) গুরুত্বপূর্ণ ঘোষণা
টাটানগর-হাটিয়া-টাটানগর এক্সপ্রেস ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল থাকবে। বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস ১৮ জানুয়ারি ২০২৫ এবং টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে চলবে না। টাটানগর-আসানসোল-টাটানগর এক্সপ্রেস ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে বন্ধ থাকবে। টাটানগর-বরকাকানা-টাটানগর প্যাসেঞ্জার ১৯ ও ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে। ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ২০, ২২ ও ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে চলবে না। আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার ১৯ ও ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বন্ধ থাকবে।
#ser #IndianRailways pic.twitter.com/pOOkLt41ao
— South Eastern Railway (@serailwaykol) January 18, 2025
আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার ২০ ও ২৩ জানুয়ারি ২০২৫ থেকে শুধুমাত্র পুরুলিয়া পর্যন্ত চলবে। ফলে পুরুলিয়া-টাটানগর-পুরুলিয়া রুটের ট্রেন পরিষেবা বাতিল থাকবে। ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস ১৯, ২০, ২২ ও ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে শুধুমাত্র আদ্রা পর্যন্ত চলবে। এর ফলে আদ্রা-টাটানগর-আদ্রা রুটে এই ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রাঁচি-হাওড়া এক্সপ্রেস ২৩ জানুয়ারি ২০২৫ থেকে টাটানগর ছেড়ে কোটশিলা-রাজবেরা-জামুনিয়া টান্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর রুটে চলবে।
কুম্ভ মেলা উপলক্ষ্যে দরাজ হস্ত রেল! ৯০০-র বেশি স্পেশাল ট্রেনের তালিকায় নতুন সংযোজন
প্রসঙ্গত, যাত্রীদের যাত্রা করার পূর্বে ট্রেনের সর্বশেষ তথ্য জানতে অনুরোধ করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railway) পক্ষ থেকে। উপরিউক্ত পদক্ষেপের কারণে যাত্রীদের চলাচলে সমস্যা হতে পারে। তাই রেল কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে।