আসছে সুজুকির প্রথম ইলেকট্রিক স্কুটার, ৯৫ কিমি রেঞ্জ! রয়েছে রিভার্স মোড

Suzuki e-Access উন্মোচিত হল। ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছে সুজুকির (Suzuki) প্রথম ইলেকট্রিক স্কুটার। বাজারে অতি জনপ্রিয় স্কুটি Access 125-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি…

Suzuki e-Access

Suzuki e-Access উন্মোচিত হল। ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছে সুজুকির (Suzuki) প্রথম ইলেকট্রিক স্কুটার। বাজারে অতি জনপ্রিয় স্কুটি Access 125-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে মডেলটি। বেশকিছু আকর্ষণীয় ফিচার সহ এসেছে মডেলটি। শীঘ্রই এই বৈদ্যুতিক স্কুটি ভারতের বাজারে লঞ্চ করবে বলে আশা করা যায়।

Advertisements

উল্লেখ্য, দেশের টু হুইলারের বাজারে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক ও স্কুটারের রমরমা বেড়েই চলেছে। যতদিন যাচ্ছে আরও বেশি সংখ্যক ক্রেতা এই জাতীয় দু’চাকার গাড়ির প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই প্রধান কারণ এর চলাচল ও রক্ষণাবেক্ষণের খরচ একটি আইসিই মডেলের তুলনায় কম। চলুন আর কথা না বাড়িয়ে আসন্ন ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

Suzuki e-Access: ব্যাটারি, পারফরম্যান্স ও চার্জিং

নতুন Suzuki e-Access-এ ৩.০৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে ৯৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করতে পারে। এতে ৪.১ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ গতি ৭১ কিমি/ঘণ্টা। স্কুটারটিতে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা সম্পূর্ণ চার্জ হতে ৬ ঘণ্টা ৪২ মিনিট সময় নেয়। তবে ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র ২.২ ঘণ্টায় ব্যাটারিটি ফুল চার্জ করা সম্ভব।

ফিচার ও রাইডিং মোড

সুজুকি ই-অ্যাক্সেস-এ একাধিক রাইডিং মোড বর্তমান – ইকো, রাইড A, রাইড B। এগুলি ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী পারফরম্যান্স পরিবর্তনের সুবিধা দেবে। পাশাপাশি, রিভার্স মোড যুক্ত করা হয়েছে, যা পার্কিং ও পিছনে চলাচলের ক্ষেত্রে সক্ষমতা প্রদান করে। এছাড়াও এতে কি-লেস ইগনিশন, মাল্টি-ফাংশন স্টার্টার, এবং স্মার্টফোন কানেক্টিভিটি সমর্থিত টিএফটি ডিসপ্লে রয়েছে, যা ব্যবহারকারীদের স্মার্ট স্কুটারের অভিজ্ঞতা দেবে।

Advertisements

নতুন e-Access স্কুটারটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এগুলি আরামদায়ক রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে। ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে সামনে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক রয়েছে, যা নিরাপদ ব্রেকিং নিশ্চিত করবে।

সুজুকি ই-অ্যাক্সেস তিনটি ডুয়েল-টোন রঙের অপশনে উপলব্ধ। যথা – মেটালিক ম্যাট ব্ল্যাক ২, পার্ল গ্রেস হোয়াইট, এবং পার্ল জেড গ্রিন। এই নতুন বৈদ্যুতিক স্কুটারটি Ather Rizta, Ola S1, এবং TVS iQube S-এর মতো জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারের সঙ্গে প্রতিযোগিতা সামিল হবে। সুজুকির এই নতুন পদক্ষেপ ভারতীয় ই-স্কুটার বাজারে নতুন মাত্রা যোগ করতে পারে।