ভারতে পা রাখছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। চূড়ান্ত হয়েছে দিনও। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৮ দিনের জন্য ভারতে আসবেন লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। চলতি বছরে ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। তবে বিপক্ষ দলের নাম এখনো জানা যায়নি।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান এক বিবৃতিতে বলেন, ‘২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর, এই এক সপ্তাহের জন্য কেরালাতে থাকবেন মেসি। প্রীতি ম্যাচে অংশ নেওয়া ছাড়াও জনগণের জন্য একটি মঞ্চে ২০ মিনিট থাকবেন তিনি।’
Messi coming to India! Who says no?#messiIndia #india #messi #kerela #Election2024 pic.twitter.com/puW2vX6Upi
— Messi The Goat (@leomessiworld30) November 20, 2024
এর আগে কলকাতায় ২০১১ সালে প্রথমবারের জন্য ভারতে এসেছিলেন মেসি। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল আর্জেন্টিনা। প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন সেই ম্যাচে। মেসি ছাড়াও ডি মারিয়া, হিগুয়েন সহ একাধিক ফুটবল তারকা মাঠে নামিয়েছিল আর্জেন্টিনাসেই ম্যাচে। অবশেষে নিকোলাস ওটামেন্ডির গোলে জয় পায় তারা।
তবে মেসি এলেও বিশ্বকাপজয়ী দলের বাকি ফুটবলাররা আসবেন কি না তা এখনো নিশ্চিত নয়। ফিফার ক্রীড়াসূচি অনুযায়ী ওই সময় ইন্টারন্যাশনাল ব্রেক না থাকায় প্রীতি ম্যাচের জন্য ইউরোপের বড় দলগুলো তারকা ফুটবলারদের নাও ছাড়তে পারেন । তবে তাতেও আনন্দে ভাঁটা পরেনি একচিমটে । মেসিকে এক ঝলক দেখার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমাবেন মাঠে। নজর থাকবে সেই দিকে।