নতুন বছরের প্রথম থেকেই খুলে গিয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। তারপর থেকেই ক্রমশ জমজমাট হয়ে উঠেছে দলবদলের বাজার। ইতিমধ্যেই দল বদল করে ফেলেছেন একাধিক হাইপ্রোফাইল ফুটবলার। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। তবে শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়, দল বদল করেছেন একাধিক ভারতীয় তারকা। এই সমস্ত পরিবর্তনের মধ্য দিয়েই চলতি সিজনে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে সাফল্যের সরণিতে ফেরার লক্ষ্য রয়েছে ক্লাব গুলির। তবে এক্ষেত্রে দেশের প্রথম ডিভিশন লিগের তুলনায় খুব একটা পিছিয়ে নেই আইলিগের ক্লাব গুলি।
এক্ষেত্রে এবার ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। বিগত কয়েকদিন ধরেই দল বদলের বাজারে একাধিক ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রে উঠে আসতে শুরু করেছিল এই দলের নাম। আরও একবার উঠে আসতে শুরু করেছে আইলিগের এই ক্লাবের নাম। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, চলতি ফুটবল মরসুমের জন্য নাকি এবার দলে যোগ দিতে চলেছেন বিদ্যানন্দ সিং। সম্প্রতি কেরালার ফুটবল লিগে মাল্লাপুরম এফসির হয়ে খেলেছিলেন বছর সাতাশের এই ফুটবলার। সেখান থেকেই নাকি এবার যুক্ত হতে পারেন আইলিগের এই দলে।
একটা সময় এ আইএফএফ এলিট থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বিদ্যানন্দ সিং। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসেন অ্যাথলেটিকো দ্যা কলকাতার হাত ধরে। তারপর সময় এগোনোর সাথে সাথেই বেঙ্গালুরু এফসির পাশাপাশি মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন এই তারকা। এমনকি বছর কয়েক আগে এটিকে মোহনবাগানের জার্সিতে ও খেলতে দেখা গিয়েছিল এই মিডফিল্ডারকে। সেখান থেকেই গিয়েছিলেন মাল্লাপুরম এফসিতে।
এবার হয়তো নতুন দলের জার্সিতে দেখা যেতে চলেছে তাঁকে। বিবিধ পরিকল্পনা নিয়ে আইলিগ শুরু করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছে একের পর এক ম্যাচ। যারফলে ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই।