চাকরি গেল ভারতীয় দলের ব্যাটিং কোচের। অভিষেক নায়ারের (Abhishek Nayar) কাঁধেই ব্যর্থতার দায় চাপিয়ে, অব্যাহতি দেওয়া হল হয়েছে তাঁকে। ব্যাটিং কোচ হিসাবে অভিষেক নায়ারের জায়গায় দায়িত্ব পেলেন শীতাংশু কোটাক। লেভেল থ্রি পর্যায়ের এই ব্যাটিং কোচ এখন থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। দীর্ঘ সময় ধরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ হিসাবে কাজ করছেন তিনি। গত বেশ কিছু বছর ধরে ভারতীয় এ দলের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন শীতাংশু। একবার সিনিয়র দলের ব্যাটিং কোচ হিসাবে আয়ারল্যান্ড সফরেও গিয়েছিলেন তিনি।
গৌতম গম্ভীর চিফ কোচ হবার পর তাঁর পছন্দ মেনেই কেকেআর-এর ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করে বিসিসিআই। বর্তমানে দলে বোলিং কোচ মর্নি মর্কেল এবং ফিল্ডিং কোচ রায়ান টেন দুসখাতে।
জাতীয় দলে কেকেআর-এর প্রাধান্য নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন বোর্ডের একাংশ। কেন গম্ভীরের ইচ্ছে অনুযায়ী সব দাবি অন্ধের মতো মেনে নেওয়া হলো, উঠছে সেই প্রশ্ন।
অভিষেকের ভূমিকা নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কার। অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে বারবার আউট হয়েছেন কোহলি। সেই সময় গাভাস্কার প্রশ্ন তুলেছিলেন, দলের সাপোর্ট স্টাফদের ভূমিকা নিয়ে। তিনি বলেছিলেন, একটা নির্দিষ্ট জায়গায় ব্যাটসম্যান ব্যর্থ হচ্ছে দেখেও ব্যাটিং কোচ কী করছেন? দলে তাঁর ভূমিকা কী? গাভাস্কার বলেছিলেন, ভুল ত্রুটি গুলো চিহ্নিত করা এবং সেগুলো সমাধানের পথ খোজাই তাঁর কাজ। অথচ দুঃখজনক ভাবে, সেই একই ঘটনা ঘটে গেল বারবার।
এরপরই অভিষেকের ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করে বোর্ডেও। শেষপর্যন্ত বৃহস্পতিবার রাতে অব্যাহতি দেওয়া হল তাঁকে।