কুম্ভ মেলার জন্য স্পেশাল ট্রেন, এই রুটের যাত্রীদের জন্য সুখবর!

এ বছর কুম্ভ মেলাকে (Maha Kumbh 2025) কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে বহু স্পেশাল ট্রেন চালু করেছে ভারতীয় রেল (Indian Railway) । তারই অংশ হিসেবে নারাসাপুর-বারাণসী-নারাসাপুর…

Indian Railway announces Special trains for Maha Kumbh 2025

এ বছর কুম্ভ মেলাকে (Maha Kumbh 2025) কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে বহু স্পেশাল ট্রেন চালু করেছে ভারতীয় রেল (Indian Railway) । তারই অংশ হিসেবে নারাসাপুর-বারাণসী-নারাসাপুর স্পেশাল ট্রেন (07109/07110) পরিচালিত হবে। কুম্ভ মেলায় প্রচুর ভক্ত ও তীর্থযাত্রী যোগ দেবেন, তাই অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হয়েছে।

কুম্ভ মেলার (Maha Kumbh 2025) জন্য বিশেষ ট্রেন চালু

০৭১০৯ নারাসাপুর-বারাণসী স্পেশাল ট্রেন নারাসাপুর স্টেশন থেকে ২৫ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ৬:০০ টায় ছেড়ে যাবে এবং তৃতীয় দিনে বিকেল ৩:৪৫ টায় বারাণসী পৌঁছাবে। ০৭১১০ বারাণসী-নারাসাপুর স্পেশাল ট্রেন বারাণসী স্টেশন থেকে ২৭ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি, ২০২৫, সন্ধ্যা ৫:৩০ টায় ছেড়ে যাবে এবং তৃতীয় দিনে ভোর ৫:০০ টায় নারাসাপুর পৌঁছাবে।

   

এই বিশেষ ট্রেনটি দক্ষিণ-পূর্ব রেলওয়ে (SER) অঞ্চলের ঝাড়সুগুড়া, রাউরকেলা, হাতিয়া, রাঁচি ও মুড়ি স্টেশনে যাত্রাবিরতি করবে। যাত্রীরা এই স্টেশনগুলির মাধ্যমে ট্রেনে ওঠার সুযোগ পাবেন।

ভারতীয় রেলওয়ে কুম্ভ মেলার (Maha Kumbh 2025) সময় দেশজুড়ে যাত্রীদের যাতায়াত সুবিধা দিতে ৯০০-র বেশি বিশেষ ট্রেন চালাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে যাত্রীরা সহজে ও নির্বিঘ্নে বারাণসীতে পৌঁছাতে পারবেন এবং পবিত্র স্নান ও পূজা সম্পন্ন করতে পারবেন।

প্রসঙ্গত, যারা কুম্ভ মেলায় যোগ দিতে চান, তারা নির্ধারিত তারিখে এই বিশেষ ট্রেনগুলির মাধ্যমে বারাণসীতে যেতে পারবেন। যাত্রার আগেই টিকিট বুকিং নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ তীর্থযাত্রীদের চাহিদার কারণে আসন সংখ্যা দ্রুত পূর্ণ হতে পারে।