বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী পরীমণির (Porimoni) প্রথম টলিউড এন্ট্রি ফেলুবক্সি-তে। কলকাতায় আসার জন্য ভারতের ভিসা পেলেন না পরী। তিনি হতাশ। তার পশ্চিমবঙ্গের ভক্তরা হতাশ। শামসুন্নাহার স্মৃতি পরীমণি লিখেছেন ‘‘ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’
ক্ষমতাচ্যুত হাসিনা Porimoni first Tollywood film visa issue
গতবছর ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তিনি ভারতে আশ্রিত। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সংঘাত চলছে। মনে করা হচ্ছে, কূটনৈতিক জটিলতার কারণে পরীমণির ভিসা বাতিল করেছে ভারত সরকার।
ঢাকা থেকে পরীমণি লিখেছেন, ‘১৭ জানুয়ারি ২০২৫ এ কলকাতায় আমার সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাই কে। কান্না পাচ্ছে আমার।’
ফেলুবক্সির লাবণ্য’কে দেখবে কলকাতা Porimoni first Tollywood film visa issue
পরী আরও লিখেছেন, ‘ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্য’কে কলকাতার সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম……. প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’
‘ফেলুবক্সী’ সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী ও অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।